অ্যান্ড্রয়েড অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি, রুট সংক্রান্ত।

আস-সালামু আলাইকুম!
আমার শুভেচ্ছা নিবেন।

আমাকে অভিজ্ঞরা পরামর্শ দিবেন প্লিজ।
আমি Symphony W19 ব্যবহার করি।
(ROM 4GB & RAM 512MB)
আমার ফোনটি কি রুট করা যাবে?

যদি যায় তবে রুট করার সবচেয়ে সহজ পদ্ধতি কোনটি?
আগেই জানিয়ে রাখছি, আমি কোন পিসির সাহায্য নিব না।

আরেকটি কথা- রুট করার আগে আমাকে কি কি ফাইল ও সফটওয়্যার ডাউনলোড করে রাখতে হবে?
আর রুট করার পর কিভাবে ফোনেটিকে স্বাভাবিক ব্যবহার উপযোগী করবো?

রুট করলে কি কি প্রবলেম ফেস করতে পারি?

আরেকটি জানার বিষয় হচ্ছে - আমার ফোনের শুধু sim1 এ 3G সাপোর্ট করে, sim2 inbuilt 2G, তাহলে কি রুট করলে এর উপর কোনো প্রভাব/ কোনো প্রবলেম হবে কি না..

আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে সাজেশন দিবেন।

আরেকটি কথা, আমি যদি রুট না করি তাহলে কি কি বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হবো, সেগুলো একটু জানাবেন।

পরিশেষে আল্লাহর কাছে সবার জন্য মঙ্গল কামনা করছি।
ভালো থাকুন সবাই,
আল্লাহ হাফিজ!!!

Level 0

আমি আরিফ হোসেন শাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Very Sensitive..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস