আসসালামুআলাইকুম। অনেকদিন পরে টিটিতে আসলাম। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি বৈশাখী উপলক্ষ্যে সুহৃদ এডমিন মহোদয় আমার একাউন্টটিকে আবার আমাকে ফিরিয়ে দেয়ার জন্য। আজকে আপনাদের কাছে একটি সাহায্যের জন্য এলাম। সেটি হল আমি গুগুল ব্লগস্পট দ্বারা এডস্যান্স এর মাধ্যমে উপার্জন করতে চাই। এটি কি সম্ভব হবে ? আমার পোষ্ট এর বিষয় হল শুধুমাত্র লিঙ্ক সংগ্রহ করা। বিষয়ভিত্তিক সকল লিঙ্ক একত্রে সন্নিবেশিত করব এক কথায় একটি ইয়েলো পেইজ বানাবো। তারপরে তাতে গুগুল এডস্যান্স করব। এটি কি সম্ভব হবে এবং এর দ্বারা কি আর্নিং করা পসিবল ? আমি জানি এখানে অনেক বড় বড় এডসেন্স আর্নারগণ আছেন প্লিজ আমাকে একটি পরামর্শ দিয়ে সহায়তা করুন কাইন্ডলি। ধন্যবাদ।
অপ্রাসঙ্গিক : আমি আমার পুরাতন কিছু টিউন মুছে ফেলতে চাই, সেটা কিভাবে করব ? ডিলিট অপশন খুজে পাচ্ছিনা !
আমি Najib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।