উবুন্টুর আমার কাছে মনে হওয়া একটা সমস্যা যার সমাধান আজো পাইনি

আমি অনেকদিন থেকে উবুন্টু ব্যবহার করি।যে দিন নিজের জন্য কম্পিউটার কিনি তার পরদিনই সমস্ত হার্ডড্রাইভ

format দিয়ে উবুন্টু install করি।ঘটনাটা আজ থেকে প্রায় ৩ বছর আগের।তখন ই এই problem টা তে পরেছিলাম।

নেটে অনেক search করেছিলাম।উপযুক্ত বাক্যের অভাবে যথাযথ ফলাফল পাইনি।তবে problem টা খুব বড় না।

তাই আজো উবুন্টু ব্যবহার করি।এখন সমস্যাটার কথা বলি।

সমস্যাঃ

আমি যখন কিবোর্ডের কোন কী চেপে ধরি তখন মাউছের কার্সার নাড়াতে পারি না।ব্যাপারটা এমন কেন?

উন্ডোজে কিন্তু এমন হয় না।কার কাছে কি এটা সমস্যা মনে হয়েছে?

কেউ এর সমাধান জানলে জানাবেন

UNIFORM RESOURCE LOCATOR --প্রয়োজনীয় ওয়েব সাইটের সংগ্রহ।কোন সাইটের সম্পর্কে আপনার অভিজ্ঞতা,ভাল লাগা,মন্দ লাগা শেয়ার করুন কমেন্টের মাধ্যমে।যা রিভিউ হিসেবে কাজ করবে।ফলে ব্যবহারকারীরা একটা সাইট সম্পর্কে ভাল ধারনা পাবে।।

Level 0

আমি কাউছার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to write........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কি এই সমস্যাটা শুধু আপনার পিসিতেই দেখতে পান নাকি অন্য কার পিসিতেও দেখতে পান….???
আমার তো এমন কোন সমস্যা হচ্ছে না…..
আপনি উবুন্টুর ভার্সন চেঞ্জ করে দেখতে পারেন বা অন্য একটা কিবোর্ড লাগিয়ে দেখতে পারেন….

Mobile theke liksi ty bangla likte parlam na bole dukkhito.
Ubuntu er 7.04 theke 10.04 same problem…Ar keyboard koyekta change koresi kono laav hoy ny…Friend der pc te install koresi but problem same…

অদ্ভুদ সমস্যা।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

আপনি কি লিনাক্স ফোরামে জানিয়েছেন? যদি না জানিয়ে থাকেন তবে জলদি করুন। হয়তো সমাদান পেতে পারেন। এমন সমস্যার কথা আমি এবারই প্রথম শুনলাম। যাই হোক, আসা করি আপনার সমস্যার সমাধান হবে।