উতপাদন মুলক কিছু করতে কি আমাকে কোম্পানি করতে হবে? নাকি শুধু ট্রেডলাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করলেই হবে?

ভাই গন আমার মূলধন নাই যে টুকু আছে একটা ছোট মোমবাতির কারখানা করতে চাই ....মুল উদেশ্য উতপাদন মুখি কিছু করা । এর আগে ভাবলাম ফ্যান এর রেগুলেটর উতপাদন করব কিন্তু অনেক মুলধন লাগবে যা আমার কাছে নাই। আর একটি কথা উতপাদন মুলক কিছু করতে কি আমাকে কোম্পানি করতে হবে? নাকি শুধু ট্রেডলাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করলেই হবে? কোন আইনের জটিলতা আছ কি? কি করা উচিত বা কোন ধরনের পন্য উতপাদন বর্তমান পেক্ষাপটে ভাল?

Level 0

আমি rinku emran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি টিউমেন্টে যা উল্লেখ করেছেন তাতে বলে চলা মাঝারি এবং কুটির শিল্পের উদ্যোক্তা হওয়ার প্রয়াস। বিষয়টা সাধুবাদ জানাই। হ্যা ভাই ব্যবসা পরিচালনার জন্য তো মূলধন লাগবেই। এই ব্যাপারে আপনার পরিচতিজনদের কাছ হতে হেল্পের প্রয়োজন আছে এবং কর্ম সংস্থান ব্যাংক হতেও রিভিউ পাইতে পারেন। অপরদিকে ব্যবসা পরিচালনার জন্য আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্স থাকাটা মানেই আপনি বৈধ ব্যবসা করছেন এবং কর প্রদানে নিবন্ধিত। প্রাথমিকভাবে ট্রেড লাইসেন্স আপনাকে পৌরসভা হতে গ্রহন করতে হবে। যখন ব্যবসার পরিধি বড় হবে তখন আপনাকে জয়েন্ট স্টক, বিএসটিআই প্রভৃতি প্রতিষ্ঠান হতে স্বীকৃতি নিতে হবে। -ধন্যবাদ।

    Level 0

    আপনাকে অনেক ধন্যবাদ