Dell Inspiron ল্যাপটপ চালু করার পর নিজে নিজেই বায়োসে চলে যাচ্ছে। (সমাধান চাচ্ছি টেকি ভাইদের কাছে)

Windows সেটাপ করার পর প্রথমে ঠিকই কাজ করে । তারপর আবার চালু দিলেই সে নিজে নিজে (F2 Setup) কে মার্ক করে রাখছে, তার নিচের অপশনে (F12 Boot Options)কোন মতেই নিতে পারি না। অনেক ভাবে চেষ্টা করলাম তাই আপনাদের শরণাপন্ন হলাম। সে নিজে নিজেই কেন Bios কে মার্ক করে রাখছে, আর কেনই বা সে বায়োসে চলে যাচ্ছে। আমি চাচ্চি সে ঠিক মতো প্রথম বারের মতো কাজ করুক। আশা করি আপনাদের কারো কাছে এই ব্যাপারে সাহায্য পাব। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।

Level 0

আমি Mohammad Kabir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am very keen to know a new thing and inform to another. I am a student department of CSE .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Dell Inspiron ল্যাপটপ গুলো ব্যাপক কি-বোর্ড এ সমস্যা হয়। আমার মনে হয় এইটার কি-বোর্ড এর ফাংশনাল কি চাপ পরে আছে । আপনি F12 বাটন টি খুলে দেখতে পারেন।

ধন্যবাদ

যদি তাই হয় তবে প্রথম বার সে ঠিক মতোই কাজ করছে কেন ? কোন কি চাপ পরে নেই সেটা দেখেছি আমি ।
ভিন্ন কোন সমাধান আছে কি ? আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

vai khub easy akta prb.thik na hole mail [email protected]