কিভাবে Godaddy তে Skrill পেমেন্ট চালু করব ?

একটা সমস্যা মোটামুটি বিরক্তের কারন হয়ে দারিয়েছে আমি Godaddy থেকে ডোমেইন কিনতে চাচ্ছি কিন্তু Skrill পেমেন্ট এড করতে পারছি না। Skrill এ পে করার অপশন আছে কিন্তু হচ্ছে না। আমি Country,  Zip Code, Address সব পাল্টাই দেখছি কিন্তু কাজ হচ্ছে না। কেউ পারলে একটু সাহায্য করেন।

কারো কাছে যদি এই বিষয়ে কোন পোষ্ট লিঙ্ক বা ভিডিও টিউটোরিয়াল থাকে তাহলে লিঙ্ক টা দিলে ভাল হবে 😐

Level 0

আমি সাহায্য চাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হম কেউ জানলে সাহায্য করেন

Bro Skrill add korte parben na! bcz Coupon use kore Domain kinte gele Paypal or Skrill use kora jay na Godaddy te! Ami nijeo Pari nai! Apna k use korte hobe master, Visa & MAX Cards! Thank You!

Yes possible. just change your country. Only 1 country is supporting Skrill so change each country and watch your result. You will get your destination. May be Australia (i can’t remember now.), please try yourself. Problem will be solve.

    Level 0

    @মোহাম্মদ নূরুজ্জামান: ভাই একটু বিস্তারিত বললে ভাল হত !! কারন অনেক সমস্যায় আছি?

      @Juwel Rana: আপনি পরিবর্তন কান্ট্রি পরিবর্তন করে চেষ্টা করেন, হয়ে যাবে’। আমি অনেক আগে এই সমস্যায় পড়েছিলাম, তখন ওদের হেল্প ডেস্কে কথা বলেছি, তারাই বলেছিল এভাবে করতে। তবে আমার যতদুর মনে পড়ে একটা দেশ (সম্ভবত অস্ট্রেলিয়া) সিলেক্ট করে আমি সমাধার পেয়েছিলাম। আমার ভুলও হতে পারে দেশের ব্যপারে। আপনি একটা একটা করে দেশ সিলেক্ট করুন তারপর রেজাল্ট দেখুন। হয়ে যাবে। অথবা কোন দেশে কোন কার্ড সাপোর্ট করে- এ ব্যপারে আমার জানা মতে ওদের একটা লিস্ট আছে।

Country হিসেবে India এবং Currency হিসেবে INR সিলেক্ট করে চেষ্টা করেন।

virtual master card এর জন্য যোগাযোগ করতে পারেন। মোবা: ০১৭২৮৬৫৩৩৩৪ (মারুফ)।