প্রিয় টেকি বন্দুরা,
'সবাই কেমন আছেন' তা আর জানতে চাইলাম না।
কারন,টিটির সাথে থাকলে কেও খারাপ থাকতে পারে না।
তবে,আমি আমি একটু সমস্যায় আছি। এই দেখুন না কয়েকদিন আগে এতো শখ করে Walton Primo EF ফোনটা কিনলাম।
এরপর অনেক সাহস করে ফোনটা রুট করলাম।
কিন্তু,সেটে কাস্টম রোম ইউজ করতে পারছি না।
মূল সমস্যাটা হলো, supersu app টা অপেন করলে নিচের মতো আসে,,
supersu binary update চায়।
এরপর, continue তে চাপলে নিচের মতো আসে।
এরপরে, Normal এ চাপ দিলে Installations faild দেখায়।
আবার, twrp/cwm এ চাপ দিলে নিচের মতো আসে।
এরপর ফোন রিবুট মারলাম।তবুও ফোনটাতে supersu binary install হলো না।
বি দ্রঃ আমি kingroot দিয়ে আমার ফোন রুট করেছি।
ফোনে busybox install করা আছে।
এখন, আপনাদের নিকট,বিনিত আবেদন এই যে,প্লিজ প্লিজ কেও আমাকে একটা সলিউশন দেন।।
এখন কিভাবে ফোনে supersu binary install দিবো??/
আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
A man who listens to his heart.
sorry 🙁