এন্ড্রয়েড এক্সপার্টরা হেল্প করুন।প্লিজ প্লিজ

প্রিয় টেকি বন্দুরা,
'সবাই কেমন আছেন' তা আর জানতে চাইলাম না।
কারন,টিটির সাথে থাকলে কেও খারাপ থাকতে পারে না।
তবে,আমি আমি একটু সমস্যায় আছি। এই দেখুন না কয়েকদিন আগে এতো শখ করে Walton Primo EF ফোনটা কিনলাম।
এরপর অনেক সাহস করে ফোনটা রুট করলাম।

কিন্তু,সেটে কাস্টম রোম ইউজ করতে পারছি না।

মূল সমস্যাটা হলো, supersu app টা অপেন করলে নিচের মতো আসে,,

supersu binary update চায়।
এরপর, continue তে চাপলে নিচের মতো আসে।

এরপরে, Normal এ চাপ দিলে Installations faild দেখায়।
আবার, twrp/cwm এ চাপ দিলে নিচের মতো আসে।

এরপর ফোন রিবুট মারলাম।তবুও ফোনটাতে supersu binary install হলো না।

বি দ্রঃ আমি kingroot দিয়ে আমার ফোন রুট করেছি।
ফোনে busybox install করা আছে।

এখন, আপনাদের নিকট,বিনিত আবেদন এই যে,প্লিজ প্লিজ কেও আমাকে একটা সলিউশন দেন।।
এখন কিভাবে ফোনে supersu binary install দিবো??/

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

রুট অপসনটা বিরক্তি কর

কিং রুট ইউস করেন

@manikmim:

ঠিকই বলছে ভাই।।

@নাইমুল ইসলাম শুভ:
শুভ ভাই,আমি kingroot দিয়েই রুট করেছি

ভাই আপনাকে আগে Twrp / Cwm Recovery install দিতে হবে।
তারপর SuperSu থেকে Twrp/Cwm এ ক্লিক করতে হবে

kingroot use korle toh apnake ar super su install korte hobe na kingroot er own king user ei apnar phone su binary install kore de tai super su ta uninstall kore den ar su binary update dite chaile kunguser er vitor theke update kore nite paren dhonnobad 😀

@AponMona Ripon:
ধন্যবাদ রিপন ভাই,
তবে এ পর্যন্ত ১০-১২ বার cwm recovery install দিছি।
তবুও কাজ হচ্ছে না।

@IHK শাওন:
ধন্যবাদ শাওন ভাই।
দেখি কাজ হয় কিনা???

প্রথমে সেট রিস্টোর করুন ।তারপর গুগল প্লে স্টোর থেকে লেটেস্ট super user টা ইন্সটল করে নিন। তারপর Normal মোডে ইনস্টল করুন ।ব্যাস কাজ শেষ ।
[এইটা নিয়ে একটা টিউন করার ইচ্ছা ছিল। কিন্তু আমাকে কারণ ছাড়া ব্যান করেছে কর্তৃপক্ষ ।তাই মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি ।আমার টিউনারশিপ পেরত দিন। তাহলে এই বিষয়ে চেইন টিউন করার ইচ্ছা আছে ।যাতে নতুনদের উপকার হয় ।]

unroot kore frame root use koren.tailei thik hobe..r cwm ইন্সটল ব্যপারে আমার একটা টিউন আছে।চাইলে দেখে নিতে পারেন।।আশা করি উপকারে আসবে।।

@সাগর আহমেদ:
সাগর ভাই,আমার ফোন framaroot দিয়ে রুট হয় না।
আর একটু কস্ট করে আপ্নার পোস্টের লিংটা দিবেন প্লিজ।।

apni supersu 2.01 verson ta install den …then continue>>normal e maren…r apni pro verson ta ek bar e install dien na..

google e serch die download kore nen supersu v2.01.apk

আরে সোজা কথা বলি আপ্নি তো তেলের উপর আবার তেল মারতে পারবেন না একবার কিংগ রুট দিয়ে su. বাইনারি ইন্সটল হইসে তাই super su তা যেকোন সিস্টেম রিমুভিং এপ দিয়ে ওইটা আন ইন্সটল দিয়ে আপডেট করতে চাইলে কিংগ ইউজার এর ভিতরে সেটিংস থেকে আপডেট করেন

Level 0

সোজা কথায় বলি, আপনি su তে প্রবেশ করে cwm/twrp option না চেপে normal এ ক্লিক দেন, আর হ্যাঁ সাথে সেটকে নেট কানেকটেড রাখবেন,,,,,আশা করি হয়ে যাবে।

হুম উনি নর্মাল অপ্সন দিয়ে আগেই দেখসে

@দ্বীপ সরকার:
আচ্ছা দীপ ভাই,
আমি এর আগে একবার suppersu pro install দিছিলাম।
এখন কি করবো????

@IHK শাওন:
শাওন ভাই, আরেকটা হেল্প করেন প্লিজ,,আমার ফোনে কাস্টম রোম ইন্সটল দিতে পারছি না।
say something!!!!

    একটুই অপেক্ষা করেন পরিক্ষার পরে কাস্টম রম নিয়ে অনেক টিউন করব

Kinguser ইন্সটল থাকার কথা। কেননা আপনি kingoroot দিয়ে রুট করেছেন। আপনার সিস্টেমে যে binary ইন্সটল করা আছে সেটা kinguser supported. এইজন্য SuperSU বাইনারি আপডেট চাইতেছে।
.
.
আপনি আনরুট করে আবার রুট করেন।

যে কোন একটি রুট চেকার এপস দিয়ে দেখে নিন সেট টি সঠিক ভাবে রুট হয়েছে কিনা!! তারপর super su এর লেটেস্ট ভারসন টা নিয়ে root explorer দিয়ে system/app এ পেস্ট করে অন্য এপ গুলোর মতো permission ঠিক করে দিন …. তারপর ফোনটা রিস্টার্ট দিন .. 🙂

@ইমোশনাল ইমু:
ফোন রুট করা আছে।

ধন্যবাদ সবাইকে,আপ্নাদের মুল্যবান সময় আর মন্তব্য দেয়ার জন্য।

একটুই অপেক্ষা করেন পরিক্ষার পরে কাস্টম রম নিয়ে অনেক টিউন করব

@IHK শাওন:
ঠিকাছে,অপেক্ষায় রইলাম।
পরিক্ষা ভালোভাবে দিয়েন।

IHK shawon vi
i am waiting for ur custom rom tune.
Jodi paren rom port nea tune korben.amar onek kaja asba.

@IHK শাওন:

শাওন ভাইকে একটা বিরাট থ্যাংকস জানানোর জন্য আবার টিটিতে লগিন করলাম।
অনেক ধন্যবাদ আপ্নাকে।কারন আপ্নার জন্যই আমি এখন কাস্টম ব্যাবহার করতে পারছি।
আসলে মূল সমাস্যা ছিল, কিংরুট দিয়ে ফোন রুট করলে আর supersu install দিতে হয় না।আর যদি দেন, তাহলে recovery mood কাজ করবে না।
বাট নাও,আপ্নার কথামতো, supersu uninstall দেওয়ার পর আমি কাস্টম রোম দিতে সফল হই।
Thanks again…
আর সবাশেষে raselsarkar এর সাথে একমত হয়ে বলছি, আশা করি যত তারাতারি সম্ভব রোম পোর্ট করা নিয়ে একটা টিউন করবেন।