আসসালামু আলাইকুম
পেপাল সম্পর্কে অভিজ্ঞ ভাইদের কাছে বিশেষ সাহায্য চাই। ভাই আমি মহা বিপদে পরছি এ ভাবে যে, টিটির টিউন ফলো করে পেওনিয়ার এ একাউন্ট করি এবং হাতে মাষ্টার কার্ড ও পাই তারপর পেপাল এ US এর এক ঠিকানা দিয়ে একাউন্ট করি অতঃপর যখন bank add করতে যাই তখন error মেসেজ দেয় তাদের সাথে যোগাযোগ করার পর তা ঠিক করে দেয় এবং bank add করি তারা আমাকে ছোট দুইটা পেমেন্ট করে আমি তা যোগ করি যার কারনে আমার প্রোফাইল 60% হয়ে যায়। তারপর কার্ড যোগ করতে যাই তখন ও error মেসেজ দেয় আবার ও তাদের সাথে যোগাযোগ করি তখন তারা এ মেসেজ দেয়। "As outlined in the Payoneer US Payment Service Terms and Conditions, the Payoneer account is not a bank account and therefore you would not be able to add it to your PayPal account. (Section 14. (Disclaimers), “The US Payment Service is not a bank account in the United States and funds received on your behalf are not FDIC-insured.”) We are sorry for any difficulties this may cause but recommend contacting Payoneer directly for additional information." অবশেষে নিরাশ হয়ে তা বাদ দেই।
উল্লেখ্য যে এর মাঝে আমি আমার এ একাউন্টে $100 উপর লোড করি লোডের মেসেজ পেয়ে পেপালে যেয়ে দেখি আমার প্রোফাইল 40% হয়ে রইছে এবং আমার যোগকৃত bank ডিলেট করে দিয়েছে তখন পেপাল এ যোগাযোগ করলাম তখন তারা এ মেসেজ দিল।"Upon checking your account, the reason why you cannot add your bank account is because the system has detected that this bank is a Payoneer account. As outlined in the Payoneer US Payment Service Terms and Conditions, the Payoneer account is not a bank account and therefore you would not be able to add it to your PayPal account. (Section 14. (Disclaimers), “The US Payment Service is not a bank account in the United States and funds received on your behalf are not FDIC-insured.”) We are sorry for any difficulties this may cause but recommend contacting Payoneer directly for additional information."
এখন আমি কি করতে পারি পরামর্শ দিয়ে উপকার করলে চির কৃতজ্ঞ থাকব।
সকল কে ধন্যবাদ।
আমি ফ্রি বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টিটির 2 কোটি সদস্যদের নিকট আশাবাদি কেও একজন হলেও আমাকে সাহায্য করবে।
সকলের কাছে আশা নিয়ে আমি [email protected]