সাহায্য: WordPress এ সাহায্য চাই!

বিসমিল্লাহি রহমানির রহিম

আসসালামুয়ালাইকুম

আমি WordPress এ নতুন।

কিভাবে WordPress এ বাংলায় কেটাগরি এড করব?

আর content পোস্ট করার সময় কেটাগরি অনুযায়ী কিভাবে পোস্ট করব?

আমি বাংলা প্লাগিন ব্যাবহার করে দেখেছি কোন কাজ হয় না।

পোস্ট এ কোন ভুল হলে মাফ করবেন। এটা আমার প্রথম পোস্ট ।

আশা করি WordPress Expert রা হেল্প করবেন।.

Level 0

আমি রাজন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai apni age bangla language install kore nan. Then post a dakhen category ace akhane je category add korte chan . Seta add kore post korar time a right side a dakhben category option ace akhane selet kore post korlei hobe.

১. প্রথমে bn.Bd.zip Language Pack download করুন।

২. সেটাকে আনজিপ করলে bn_BD.mo
নামে একটি ফাইল পাবেন।

৩. আপনার ওয়ার্ডপ্রেসের wp-content/
languages ফোল্ডারে এমও ফাইলটি আপলোড করুন। (languages নামে ফোল্ডার
না থাকলে তৈরী করে নিন)

৪. আপনার ওয়ার্ডপ্রেসের রুট
ডিরেক্টরিতে থাকা wp-config.php
ফাইলটি এডিটরে খুলুন এবং define
(‘WPLANG’, ”); লাইনটি খুজে বের করুন।

৫. WPLANG এর পরের ইনভার্টেড কমার
মাঝে bn_BD লিখে দিন।
পুরো লাইনটা দেখাবে এরকম: define
(‘WPLANG’, ‘bn_BD’);

৬. ফাইলটি সেভ করুন।
ব্যস এতটুকুই।

এবার আপনার ওয়ার্ডপ্রেস চালিত সাইটে গিয়ে দেখুন তা বাংলাতেই দেখাচ্ছে 😛

Credit : Shadin Bangla

Level 3

আপনি আগে বাংলায় সম্পূর্ণ সাইট অনুবাদ করেন। তারপর দেখবেন অটোমেটিক্যালি আপনার সাইটেরর ক্যাটেগরী বাংলা হয়ে যাবে। আর এছাড়া আপনি ক্যাটেগরী মেনু থেকে সব ক্যাটেগরী গুলো বাংলায় তৈরি করে নিতে পারেন।