আসসালামু আলাইকুম। আজ অনেক কষ্ট নিয়ে টিউন টি করতেসি। আসলে দীর্ঘ ৪ বছর যাবত একটি বাংলালিংক সিম চালাইতেসি। তেমন কোনো সমস্যা হয় না। আজ আমি আমার সিম ৬৫ টাকা রিচারজ করলাম । ধার করা কিছু টাকা কেটে ৫৬ টাকা ছিল। এক ফ্রেন্ডের সাথে কথা বললাম ২১.৫৩ টাকার। ছিল ৩১ টাকার মত। পরে গ্রামীণ আর এয়ারটেল নাম্বার এ দুইটা মেসেজ দিসি। তাহলে ৩০ টাকা তো থাকবে? আমার অটো এসএমএস চালু। ১.৪৪ টাকা কাটবে। কিন্তু টাকা আছে ০.৩৩ টাকা। কোনো সার্ভিস ও চালু নাই। আমি নোকিয়া ১৩০ মডেল চালাই। যাতে ব্যাকগ্রাউন্ড এ টাকা কাটার প্রশ্নই উঠে না। তাহলে টাকা গেলো কই? কাস্টমার কেয়ার এ ফোন দিলেও টাকা কাটবে। বাট কোনো সমাধান পাবো বলে মনে হয় না।
যদি আরও কারো এই সমস্যা হয়ে থাকে তাহলে দয়া করে এর থেকে উত্তলেনের রাস্তা দেখিয়ে দিবেন।
আমি শেখ মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেক সমন্ধে খুব সামান্য কিছু জানি। সব সময় নতুন কিছুর চিন্তায় থাকি। তাই আমি সবসময় চাই, আমি যা জানি তা আপনাদের জানাতে এবং আপনারা যা জানেন তা আমাকে জানাবেন।
বাংলা লিংক তো সবচাইতে বড় চোর । জিপির , রবি এদের চাইতেও বড় চোর হল বাংলালিংক ।