সৌদি আরবের ভিসা |
আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই?
আপনারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের সরকারের চুক্তি হয়েছে। তার ই ফলশ্রুতিতে সৌদি আরবের জন্য রেজিষ্ট্রেশন চলছে। অনেকেই আগ্রহী কিন্তু কিভাবে আবেদন করবেন বা কিভাবে কি করবেন তা জানেন না। তাই আপনাদের জন্য আজকের আমার এই লেখাটি...
সৌদি আরব এবং বাংলাদেশ |
যদি কোথাও ভুল হয় তবে গালি না দিয়ে সংশোধন করে দিবেন 🙂
**** যেকোন ডিজিটাল সেন্টার হতে একটি আবেদন ফর্ম নিতে হবে।
**** আবেদন ফর্মের প্রতিটি তথ্য ইংরেজি বড় হাতের অক্ষরে সুস্পষ্টভাবে পুরন করতে হবে।
**** সোনালী ব্যাংক থেকে ২০০/- টাকার ব্যাংক ড্রাফট।
**** জন্ম সনদের ফটোকপি বা জাতীয় পরিচয় পত্রের কপি।
**** শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র (যদি থাকে)
**** দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সত্যায়িত করে দিতে হবে।
**** পুর্বের কাজের অভিজ্ঞতা (যদি থাকে)।
**** সচল ব্যাক্তিগত মোবাইল নাম্বার ফর্মে উল্লেখ করতে হবে।
**** ০৩ জন পরিচিত লোকের মোবাইল নাম্বার ফর্মে উল্লেখ করতে হবে।
**** আবেদনকারী নিজের পছন্দমত ০৭ টি কাজের নাম নির্বাচন করতে পারবেন।
অনলাইনেও আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ভিজিট করুন এখানে
বিস্তারিত আরো জানতে দেখুন বিবিসি নিউজ দেখেন এই লিঙ্ক থেকে ।
লেখাটি পুর্বে আমার ব্লগে প্রকাশিত
আমি মোঃ মহসিন উল হাসান। Proprietor, M/S Raaisa Trading House, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
শুধু মানুষ হতে চাই।
অনলাইনে আবেদন করলে, টাকা এবং কাগজপপ্ত্র কি ভাবে জমা দিতে হবে? তা বললে খুশি হব!