সৌদি আরব গমনেচ্ছু নারী পুরুষ রেজিষ্ট্রেশন এর জন্য করনীয় ।

সৌদি আরবের ভিসা

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই?

আপনারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের সরকারের চুক্তি হয়েছে। তার ই ফলশ্রুতিতে সৌদি আরবের জন্য রেজিষ্ট্রেশন চলছে। অনেকেই আগ্রহী কিন্তু কিভাবে আবেদন করবেন বা কিভাবে কি করবেন তা জানেন না। তাই আপনাদের জন্য আজকের আমার এই লেখাটি...

সৌদি আরব এবং বাংলাদেশ

যদি কোথাও ভুল হয় তবে গালি না দিয়ে সংশোধন করে দিবেন 🙂

**** যেকোন ডিজিটাল সেন্টার হতে একটি আবেদন ফর্ম নিতে হবে।

**** আবেদন ফর্মের প্রতিটি তথ্য ইংরেজি বড় হাতের অক্ষরে সুস্পষ্টভাবে পুরন করতে হবে।

**** সোনালী ব্যাংক থেকে ২০০/- টাকার ব্যাংক ড্রাফট।

**** জন্ম সনদের ফটোকপি বা জাতীয় পরিচয় পত্রের কপি।

**** শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র (যদি থাকে)

**** দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সত্যায়িত করে দিতে হবে।

**** পুর্বের কাজের অভিজ্ঞতা (যদি থাকে)।

**** সচল ব্যাক্তিগত মোবাইল নাম্বার ফর্মে উল্লেখ করতে হবে।

**** ০৩ জন পরিচিত লোকের মোবাইল নাম্বার ফর্মে উল্লেখ করতে হবে।

**** আবেদনকারী নিজের পছন্দমত ০৭ টি কাজের নাম নির্বাচন করতে পারবেন।

অনলাইনেও আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ভিজিট করুন এখানে

বিস্তারিত আরো জানতে দেখুন বিবিসি নিউজ দেখেন এই লিঙ্ক থেকে

লেখাটি পুর্বে আমার ব্লগে প্রকাশিত

Level 0

আমি মোঃ মহসিন উল হাসান। Proprietor, M/S Raaisa Trading House, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

শুধু মানুষ হতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনলাইনে আবেদন করলে, টাকা এবং কাগজপপ্ত্র কি ভাবে জমা দিতে হবে? তা বললে খুশি হব!

ভাই নারীকর্মী নিবে নাকি যৌনকর্মী হিসেবে নিবে?
প্লিজ একটু ডিটেইলস জানাবেন।

Bank er kono information to nai form e.
R trainning kora na thakle ki dite hobe ??

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য

kon file ta porun korbo?aktu bolen plz