প্রযুক্তির সাথে আছি অনেক দিন ধরেই কিন্তু নিজের কোন ওয়েবসাইট নাই। নিজের একটা ওয়েবসাইট বানাইতে চাইতেছি কিন্তু সমস্যা হচ্ছে ডোমেইন হোস্টিং নিয়ে। একে তো বাজেট কম দুই এ পেমেন্ট সমস্যা। নামি দামি কোম্পানি থেকে কিনতে গেলে ওইটা লাগে সেইটা লাগে !!! মানে পেপল আর মাস্টারকার্ড। এখন ঠিক আছে কাউকে বললে তারা আমাকে কিনে দিবে বড় বড় সাইট থেকে, কিন্তু আমি এত বাড়াবাড়ি করতে চাচ্ছি না। কারন নিজে নিজে যাই করতে পারি এটাই অনেক। যাইহোক চিন্তা করলাম বাংলাদেশ এর কোন সাইট থেকে কিনব গুগল এ সার্চ দিলাম অনেক সাইট সামনে আসল কিন্তু কোনটা আসল কোনটা নকল কিছুই বুঝতে পারছি না। ফেসবুক এ পোষ্ট দিলাম মনে হয় ২০-২৫ টা সাইট এর লিঙ্ক শেয়ার করছে আমার অবস্থা তো এমনিতেই শেষ। যাইহোক এবার টিটি তে আসলাম দেখি কোন সমাধান পাই কিনা।
এখন বাংলাদেশ এর ভাল কোন কোম্পানি আছে যাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং মোটামুটি চোখ বন্ধ করে নেওয়া যাবে। এবং মোটামুটি আন্তর্জাতিক মানের একটি সাইট যেন বানাতে পারি।
আর সাইট এডমিন দের প্রতি অনুরধ রইলো আপনারা আবার আমারে নিয়া টানাটানি শুরু কইরেন না ।
আমি সাহায্য চাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
it’s better if u get domain from Namecheap & Hosting from Hostgator….they support paypal & int. debit card….BTW from “arvixe” u can pay via western unoin or skrill…..they wil give u a domain free with hosting plan….they are not bad so far…..search google
বাংলাদেশি dhakawebhost,realit এসব থেকে চোখ বুঝে নিতে পারেন। আর অনেক বললে কালকে টিটি তে ad দেখলাম greenseo এর। জানি না ওরা কেমন কিন্তু মাত্র ৭৫ টাকায় দেয়। try করে দেখেন
Domain – Godaddy
Hosting – Hostgator