গ্রামীণ সিম বাদ দিব হেল্প চাই।

সালাম আসা রাখি আপনারা সবাই ভালো আসছেন।

আমি আজ টিটির কাছে কৃতজ্ঞ। সাথে সাথে তাদের কাছে যারা অনেক কষ্ট করে মানসম্মত টিউন করে আমাদের কে বহু কিছু শিখাচ্ছেন।

আজ আমি আপনাদের কাছে বিশেষ সাহায্য চাইতেছি যে, গ্রামীণ সিম বাদ দিয়ে অন্য কোন সিমে নেট ব্যবহার করব। যাতে অব্যবহারিত MB এর মেয়াদ বারানো যায়। কেননা  ২GB র প্যাকেজ নিলে আমার সাভাবিক ভাবে ২ মাস যায় যা খরচের দিক দিয়ে সাশ্রয়ী।

আপনাদের কে অনেক ধন্যবাদ।

Level 0

আমি ফ্রি বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেলিটক সিম ইউস করতে পারেন ভাই

@কাফি হাসান: ভাই টেলিটকের নেট চরম SLOW | আমাকে সরকার দিয়েছে কিন্তু নেট Free চালাতে পারি না |

ভাই একমাত্র গ্রামীণেইই এই সুযোগ বেশি। আমি ব্যবহার করছি। বাংলালিংকে দীর্ঘদিন চাকরি করেছি তখনও নেট ব্যবহার করেছে গ্রামীণ। এখনও কথা বলি বাংলালিংকে আর নেট চালাই গ্রামীণফোন।

Teletalk e megar meyad na barleu taka shasroi hobe

@দ্বীপ সরকার
আপনাকে অনেক ধন্যবাদ।

সকলকে অনেক ধন্যবাদ।
আমার এখানে টেলিটকের 3G নাই আর 2G র স্প্রীড নাই।
এখন কি করব ?

আপনার বাড়ি কই?

@মোঃ প্লাবন আপনাকে ধন্যবাদ।
শ্রীপুর,গাজীপুর এ

আমার মতে টেলিটকই সেরা।
আপনার এলাকাতে ৩জি না থাকলে জলিল কাকুকে ফোন দেন, সমস্যা সমাধান করে দিবে,

Level New

@MOHAMMAD ALI: এই জলিল কাকুটা কে ভাই? আমার এলাকায় তো টেলিটকের নেটওয়ার্কই নাই।