আমার প্রিয় সকল পাঠক ও টিউনারের প্রতি শ্রদ্ধা রেখে আমার সমস্যাটা শেয়ার করলাম । বর্তমানে smartphone এর জগতে আমরা কমবেশি অনেক ফোন ব্যবহার করে থাকি।যা আমাদের দৈনন্দিন জীবনের কিংবা বিনোদনের অনেক অভাব পূরণ করে থাকে । কিন্তু আমি এই প্রযুক্তির ফোন গুলোর ভীড়ে সেই ফোনটাকে আজো খুজি । যেই ফোনটা ব্যবহার করেছিলাম 2009 সালে এই ফোনের আকর্ষনীয় বৈশিষ্ট্য ছিল যদি কেউ আপনাকে কল করে আপনি ফোন রিসিভ না করলেও Ringtone সাথে তার কথা বার্তা শুনতে পাবেন । যেমন সে বলতে পারে এতবার ফোন দিচ্ছি সে ফোন রিসিভ করছে না কেন । যদি গালিগালাজ করে তাও শুনতে পাবেন । ফোন রিসিভ করার পর যখন তাকে বলা হবে আপনি আমার সম্বন্ধে এরকম কথা কেন বলেছেন তখন সেই ব্যক্তি অবাক হয়ে ডানে বামে তাকিয়ে থাকে । খুব মজার সেই বিষয়টি ছিল । কোন এক কারণে সেই মোবাইল আমার কাছ থেকে হারিয়ে যায় । যার মতো মোবাইল আজো আমি পাইনি । বর্তমানে এমন ফাংশন দেওয়া আছে এরকম কোন মোবাইলের নাম জানা থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন । কিংবা যেই ফাংশনটি ব্যবহার করা হয়েছিল সেটির নাম ও যদি কেউ তাহলে প্লিজ কমেন্টে জানাবেন।আমি যেই মোবাইলটা ব্যবহার করেছিলাম তার নাম ছিল Alcatel সবাই সুস্থ ও সুন্দর থাকুন আল্লা হাফেজ
আমি মোহাম্মদ নাজমুল হাসান মান্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গতকাল দেখা করেন মামা 😀