অবাক করা অদ্ভুত সেই মোবাইলটা আজো খুজি তারে ।

আমার প্রিয় সকল পাঠক ও টিউনারের প্রতি শ্রদ্ধা রেখে আমার সমস্যাটা শেয়ার করলাম । বর্তমানে smartphone এর জগতে আমরা কমবেশি অনেক ফোন ব্যবহার করে থাকি।যা আমাদের দৈনন্দিন জীবনের কিংবা বিনোদনের অনেক অভাব পূরণ করে থাকে । কিন্তু আমি এই প্রযুক্তির ফোন গুলোর ভীড়ে সেই ফোনটাকে আজো খুজি । যেই ফোনটা ব্যবহার করেছিলাম 2009 সালে এই ফোনের আকর্ষনীয় বৈশিষ্ট্য ছিল যদি কেউ আপনাকে কল করে আপনি ফোন রিসিভ না করলেও Ringtone সাথে তার কথা বার্তা শুনতে পাবেন । যেমন সে বলতে পারে এতবার ফোন দিচ্ছি সে ফোন রিসিভ করছে না কেন । যদি গালিগালাজ করে তাও শুনতে পাবেন । ফোন রিসিভ করার পর যখন তাকে বলা হবে আপনি আমার সম্বন্ধে এরকম কথা কেন বলেছেন তখন সেই ব্যক্তি অবাক হয়ে ডানে বামে তাকিয়ে থাকে । খুব মজার সেই বিষয়টি ছিল । কোন এক কারণে সেই মোবাইল আমার কাছ থেকে হারিয়ে যায় । যার মতো মোবাইল আজো আমি পাইনি । বর্তমানে এমন ফাংশন দেওয়া আছে এরকম কোন মোবাইলের নাম জানা থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন । কিংবা যেই ফাংশনটি ব্যবহার করা হয়েছিল সেটির নাম ও যদি কেউ তাহলে প্লিজ কমেন্টে জানাবেন।আমি যেই মোবাইলটা ব্যবহার করেছিলাম তার নাম ছিল Alcatel সবাই সুস্থ ও সুন্দর থাকুন আল্লা হাফেজ

Level 0

আমি মোহাম্মদ নাজমুল হাসান মান্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গতকাল দেখা করেন মামা 😀

ফোনটার নাম এবং মডেল কি?

Level 0

এক হাত দিয়ে যেমন তালি বাজানো সম্ভব নয়, তেমনি অন্য সাইটে একই ফোন না থাকলে এটা কখনোই সম্ভব নয়। মনে হয় পাবনা থেকে আইচেন!

ফোনটা র নাম Alcatel OT320 অনেক পুরনো ফোন ।2003 সালে এই ফোনটা রিলিজ হয়েছে ।আগের কিছু কিছু মোবাইলে এই ফাংশনটি দেওয়া হত । আমি LG ও Alcatel মোবাইলে পাইছিলাম । মিথ্যা টিউন করা আর মিথ্যা কথা বলা দুটোই এক ।আমি পরকালে বিশ্বাস করি ।যদিও আমার টিউনের প্রতি আপনার বিশ্বাস নেই।যারা আপনার আগে থেকেই মোবাইল ইউজ করছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখতে পারেন।কেউ না কেউ আপনাকে বলবে সে ও দেখেছে।আমি help চেয়ে ছিলাম অপমান নয় । ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য।

আমি ২০১১ সালে শহরে আবাসিকে থাকতাম। কোনো এক প্রয়োজনে বাড়িতে T&T লাইন দিয়ে কল দেই। কনো রিং হচ্ছিলো না। হঠাত বাড়িতে সবার কথাবার্তা শুনতে পাই। প্রায় ২ মিনিতে যাওয়ার পর গ্রামীন টিউন বাজলো তারপর আমার মা কথা বলা শুরু করলো। মা’কে জিজ্ঞাসা কর্লাম, ‘কথা বলছিলা না কেন?”
মা বলল, ”এইমাত্র রিসিভ করলাম”
আমি তো হতবাক।

আচ্ছা এরকম হলো কেন?

হৃদয় ভাই মাঝে মাঝে T&T
কিংবা অন্যান্য operator এ তাদের
operating system এ
ক্রটি থাকলে এরকম হয় ।যেমন
মাঝে মাঝে রবি sim এ দেখা যায়
আপনি ফোন করেছেন
আমাকে আমি ফোন পাইনি ।কিন্তু
অন্য জায়গায় ফোন রিসিভ
করে কথা বলছে।তবে আমার
কাছে আপনার সমস্যাটা একটু অন্যরকম লাগছে ।ধন্যবাদ আপনাকে।

@মোহাম্মদ নাজমুল হাসান মান্না: apnakeo dhonnobad…a somossa ta ekbar e hoyesilo vaiya…r ei dhoroner kono pblm hoyni….

এই সিস্টেম এর একটা মোবাইল আমি ব্যবহার করেছি।
আমারটাতে হেডফোন লাগিয়ে কথা শুনতে হত, কেউ কল দিলে কল রিসিভ করার আগ পর্যন্ত সব কথাই শোনা যেত। পরে যদি বলতাম ওকে কল করার সময় এই এই কথা বলছে তখন সে অবাক হয়ে যেত।
মোবাইলটা ছিল Simence এর।

সবার প্রতি অনুরোধঃ

আপনারা যে বিষয়টা জানেন না সে বিষয়টা নিয়ে কেন বাজে কমেন্ট করেন। কোন বিষয় যদি আপনার কাছে অদ্ভুত মনে হয় তাহলে ঐ বিষয়টা নিনে একটু ঘাটাঘাটি করেন তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে।
তারপর কমেন্ট করেন।

ধন্যবাদ সবাইকে
আমার কমেন্ট পড়ার জন্য।

ওয়াদুদ ভাই আপনাকেও ধন্যবাদ চমৎকার এই কমেন্ট করার জন্য। এই ধরনের মোবাইল কি এখনো মার্কেটে পাওয়া যাবে ?

Amader ekhhane ek loker chilo.

ও ও ও হ্যাঁ এই Alcatel OT320 মোবাইল তো আমারও একটা ছিল। তবে অভিঞ্জতা থেকে বলছি ভাই এইটাতে জিপি সিম ব্যবহার করলে এই অপশনটি কাজ করতো না কিন্তু বাংলালিংক সিম ব্যবহার করলে খুব ভাল কাজ করতো।