আমার ছোট বোন এবার জাতীয় বিশ্যবিদ্যালয়ে অনার্স ভর্তি পরিক্ষায় ধামরাই সরকারি কলেজে অর্থনীতি তে 1st Merit List এ এসেছে। কিন্তু আমি রেজাল্ট বের হবার পর যখন ম্যাসেজ করে দেখি তখন ফিরতি ম্যাসেজ এ জানানো হয় যে She is not in the 1st Merit List. বুঝতে পারছিনা যে সমস্যা টা কোথায় ছিলো। আজ আমি 2nd Merit List এর জন্য ম্যাসেজ করি। আমাকে দেখানো হয় যে She is in the first Merit List. কিন্তু 1st Merit List এর ভর্তি গতকাল শেষ হয়ে গ্যাছে। আমি কলেজে কথা বললাম, সেখান থেকে জানানো হলো যদি জাতীয় বিশ্যবিদ্যালয়ের ওয়েব সাইট থেকে ভর্তি ফর্ম টা ডাউনলোড করা যায় তবে ভর্তি করানো যাবে। কিন্তু গতকাল ডেডলাইন থাকায় আজ আর ভর্তি ফর্ম টা ডাইনলোড করা যাচ্ছে না। এমন অবস্থায় কি করে ফর্ম টা ডাউনলোড করতে পারি বা এ অবস্থায় কি করনীয় এ ব্যপারে কেউ কি সাহায্য করতে পারেন? খুব কৃতজ্ঞ থাকবো।
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
কৈ আমিতো দেখলাম যে এখনও ডাউনলোড করা যাচ্ছে