Hello.........
আমার একটা HP Pavilion 15 Laptop আছে । কোনো কারনে এটার পার্টিশন ভেঙ্গে গেছে । আর তখন থেকেই শুরু হলো সমস্যার ।
সবচেয়ে দুঃখের বিষয় হলো আজ সকালে ল্যাপটপের উইনডোজ ডাউন হয়েছে । নতুন করে Setup দিতে গেলে পার্টিশন প্রবলেমের কারনে কোনো ড্রাইভেই উইনডোজ Setup দিতে পারছি না । ড্রাইভ সিলেক্ট করতে গেলে মেসেজ দেখায় Windows Can't Install In This Drive . Because This Drive Format Is In GTP System.
এভাবে সবগুলো ড্রাইভেই একই ভাবে এই মেসেজ দেখায় । আমি কোনো ড্রাইভ সিলেক্টও করতে পারছি না আর উইনডোজ ইনস্টলও দিতে পারছি না । খুবই প্যারায় আছি ।
টেকটিউনস পরিবারে অনেকদিন হলোই আছি । তো সমস্যাটা পরিবারে শেয়ার করলাম । আমি জানি এখানে অনেক মেধাবী লোকের আনাগোনা আছে ।
পারলে কেউ আমাকে নতুন করে পার্টিশন ঠিক করতে সাহায্য করবেন । দয়া করে পাশে দাড়ালে এই নাদানের বড়ই উপকার হয় ।
পুনশ্চঃ আমি একজন দরিদ্র নেট ইউজার । ৩ জিবি ডাটা খরচ করে Windows 10 Technical Preview ডাউনলোড করার সাধ্য নেই আমার । নেটে ঘেটে ঘেটে কিছু হাইলি কমপ্রেসড ডাটা ডাউনলোড করলেও এর পাসওয়ার্ড বের করতে পারি নি । তাই কারো কাছে যদি কাজের Windows 10 Technical Preview হাইলি কমপ্রেসড অবস্থায় থাকে তাহলে দয়াকরে এই নাদানকে দিয়ে দিন ।
সাহায্য পেলে কৃতার্থ হবো...........
মেইলঃ rifatuzzaman.joy@gmail.com
ক্ষমা প্রার্থীঃ এটা আমার প্রথম টিউন । যদি কোনো ভুল করে থাকি এবং আপনার বিরক্ত করে থাকি তাহলে নিজগুনে ক্ষমা করে দিবেন......
আমি রিফাত উজ জামান জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai age kon system chilo xp naki 7