কেমন আছেন সবাই? আমি ভালো। আজকে আমি আপনাদের থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাই লিনাক্স সম্পর্কে।
আমার লিনাক্স ইউজ করার অনেক ইচ্ছা আর শখ। আমি চাই আমি আমার হার্ডডিস্ক সেইফ রেখে এবং আমার Windows 8 অপারেটিং সিস্টেম ও রেখে লিনাক্স ব্যাবহার করি। অনলাইনে আমি যেইসব লিনাক্স ভার্সন পাইছি সবগুলা ২ জেবি এর উপরে (কালি লিনাক্স, উবান্টু) কম এমবি এর একটা লিনাক্স ভার্সন চাই।
আমি বিশেষ করে চাই পেনড্রাইভ এর মাধ্যমে ইউজ করবো আর তাতে আমি লিনাক্স ও ব্যাবহার করতে পারবো আর আমি উইন্ডোজ ও সুরক্ষিত থাকবে। আমি প্রয়োজনীয় টিউটোরিয়াল না পাওয়ার কারনে আপনাদের সাইটে সাহায্যের আবেদন করছি। এতে আমি আমার টেকি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nodezero এটা মূলত হ্যাকারদের জন্য। এর আছে ডিফল্ট ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন ছাড়াই অনায়াশে উইন্ডোজ সফটওয়ার চলে।