কম্পিউটার ইঞ্জিনিয়ার কেউ আছো, কিংবা কম্পিউটার এক্সপার্ট কেউ থাকলে এদিকে আসুন।

আমি মনে করি ঠিক জায়গায়ই এসেছি। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তিবিদের মিলন মেলা এটাই বলে আমার মনে হয়।আর পৃথিবীর নিয়ম এটাই যে আজ্ঞরা জ্ঞানিদের কাছ থেকে অনেক কিছু জেনে নিবে। তাই সবার কাছে সাহায্যর হাত বারালাম।

আমি একটা কম্পিউটার কিনতে চাই।বাজেট ৩৫,০০০ টাকা। Core i5 এর কম্পিউটার কি কিনতে পারবো?

আর আমি গ্রাফিক্স এর কাজ, ৩ডি ভিডিও এডিটিং শিখতে আগ্রহী। এই দামে কি কিনতে পারব ভালো মানের একটা কম্পিউটার?

কি ধরনের কম্পিউটার কিনলে ভাল হবে একটু মতামত দিন তাহলে খুব উপকার হবে আমার।

বাজেট সবোচ্চ ৪০,০০০ হতে পারে যদি এই দামে ভাল কম্পিউটার না পাই।

দয়া করে আপনার মূল্যবান মতামত দিন যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি।

Level 0

আমি রাকিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apni hard_disk kom niben,500 GB niben,5 jenaration er letest prosesor matharboard ram soho darun configration er pc pete paren ai mulle

facebook/wprakib ফেসবুক এ আমাকে মতামত দিতে পারেন।

ধন্যবাদ @ওবায়দুর রহমান ভাই।

ভাই ৪০ না আরেকটু বাড়ালে কোর আই ৫ হবে না হলে কোর আই থ্রি হবে তবে ভাই কোর আই ৩ কিন্তু খারাপ না

আমি যেটুকু ধারণা নিছি তাতে কোর আই থ্রি আর ফাইভ প্রায় একই স্পিড দেয়।কিন্ত ফাইভ কেনার শখ ছিল।

Level 0

শুধু নাম দেখে ব্রান্ড ভেবে বুঝে শুনে ভালো জিনিস কিনবেন। টিটিতে সার্চ করুন। সঠিক সিদ্ধান্ত পেয়ে যাবেন ।

আপনি ইচ্ছা করলে Amd প্রসেসর নিতে পারেন। এতে বিল্টইন গ্রাফিক্স থাকে। যদিও অনেকেই বলে হিটিং প্রব্লেম। কিন্তু আমার কাছে তা মনে হয় না।

@ওবায়দুর রহমান:

ভাইয়া, কোর ফাইভ না হো সমস্যা না,প্রশ্ন এইযে, একই কাজে একই বাজেটের মধ্যে (৩৫০০০) এ কি ল্যাপটপ পাওয়া যাবে?

ভাল ধারণা দিন।

আরো ভাল মতামত চাই।