আমি ওয়েব সাইট তৈরির ব্যাপারে একেবারেই নতুন । আমি "এস ই ও" সম্পর্কে অল্প কিছু জানি। oDesk.com এ কিছু কাজও করেছি। "এস ই ও" এর কাজ করতে গিয়ে মনে হল অনেকের সাইটতো রাঙ্কিং করে দিলাম, এবার নিজে সাইট বানিয়ে "এস ই ও" করি এবং পাশাপাশি কিছু আরনিং আসলে খারাপ কি?
তাই আমি চাই একটা Social Bookmarking Site তৈরি করতে এবং ভালো Page Rank করাতে। পাশাপাশি popcash or others advertising ব্যাবহার করতে।
আমার জানা দরকার -
১। ওয়েব সাইট তৈরি করতে খরচ কেমন হতে পারে।
২। আমি Daily ৫০০+ ইউনিক ভিজিটর আনতে পারব। এক্ষেত্রে Social Bookmarking Site এ popcash জাতীয় advertising ব্যাবহার করে earn বেশি হবে, না অন্য কোন ধরনের Site এ ।
৩। ওয়েব সাইট তৈরি করতে প্রাথমিকভাবে আমার কি কি লাগবে? Like as: Domain, Hosting(Which type of Hosting is good for bookmarking sites), Design etc.
প্লিজ Expert ভাইয়ারা আমাকে এ ব্যাপারে হেল্প করুন।
আমি শরীফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm freelancer on oDesk. This site is really good. So, i join hare.
১। খরচ নির্ভর করবে আপনার কাজের উপরে। তবে যতটুকু বললেন তাতে মনে হলো আপনার জন্য ১জিবি হোস্টিং আর ডোমেইন যথেষ্ট। আপনি যেহেতু কাজ করেন তাই আপনার হয়তো মাস্টার কার্ড রয়েছে তাই ডোমেইনটি সরাসরি Godaddy থেকে কিনে নিতে পারেন যা $14 খরচ হতে পারে। আর হোস্টিং এর ক্ষেত্রে বাংলাদেশে অনেক প্রোভাইডার রয়েছে যারা হয়তো কিছুক্ষণের মধ্যেই কমেন্ট করে আপনাকে জানিয়ে দেবে। সেখানে খরচ হতে পারে ৭০০-১০০০ টাকা। বছরে খরচ এত টুকুই। হোস্টিং নেওয়া সময় ব্যান্ডউইথ বেশি করে নিবেন। যদি ৫০০+ ইউনিক ভিজিটর হয় তাহলে আপনার প্রতিমাসে ২০জিবি ব্যান্ডউইথ খরচ হতে পারে। এছাড়া প্রয়োজন অনুযায়ী আপগ্রেড করার সুবিধা থাকে।
২। যেহেতু ভালো ভিজিটর আনতে পারবেন তাই কিছু অ্যাডভার্টাইস ব্যবহার করলে ভালো পেমেন্ট পাবেন। তবে প্রাথমিকভাবে popcash ব্যবহার না করার পরামর্শ দেবো। এটি সাইটের ভিজিটরদের জন্যে বেশ বিরক্তিকর একটি বিজ্ঞাপন।
৩। সব থেকে সহজ হবে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটটি বানান। এতে তৈরি করা এবং আপডেট করা সহজ হবে। একটু চেষ্টা করলে নিজেই বানাতে পারবেন। প্রয়োজনে অভিজ্ঞদের সহযোগিতা নিতে পারেন।
যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আসতে পারেন হেল্পফুল হাব-এ helpfulhub.com