বরদের কাছে অনুমতি ছাইছি, আমার কি করা উছিত?

ঠিক কোথা থেকে সুরু করব বুঝতে পারছিনা, Tech tunes এর সাথে সম্পরক প্রায় এক বছর, ইন্টারনেট এ বাংলায় সার্ছ করতে গিএ হুঠাত দেখা হয় তার সাথে,তারপর ভাললাগা , প্রতিদিন তাকে একবারের জন্য না দেখলে মন ভরে না,

জাক সে সব কথা, দুই কটি বাঙ্গালি প্রজুক্তি প্রেমির পরিবার পেয়ে বেস গরবিত মনে করছি নিজেকে,

আমার নাম আভিজিত, থাকি কলকাতায়,আমার মাত্রিভাসা বাংলা, লেখায় বানান ভুল হলে কিছু মনে করবেন না, আই প্রথম কী বোর্ড দিয়ে বাংলা লিখছি,

আপনাদের কে বিজয় দিবসের অনেক সুবেচ্ছা,আপ্নারা আমার দাদা ভাই দিদির মত,

ফেসবুকে অনেকে ভারতিও দের গালাগালি করে,আমি দেখি, কিন্তু কি বলুন ত, সাধারন মানুসের মদ্ধে কন ভেদাভদ নাই, আপনাদের সবাই কে আপন ভাবতেই বেসি ভাল লাগে, আমাদের গেরামে কিছু পরিবার আছে,জাদের আদি বারি বাংলা দেশ, তাদের কাছে গল্প সুনি, ৭১ এর, গরব হয়,

রাজনইতিক মাপ হক না আলাদা,আম্রা বাঙ্গালিরা মিসে আছি মনে প্রানে, এই যেমন techtunes একটা প্লাতফরম করে দিয়ে গেল আমাদের জন্য,

এবার আসি কাজের কথায়,

আমি ছোট্টো বেলা থেকে জন্ত্রপাতি নিয়ে খুব ইন্তেরেস্তেদ ছিলাম, জা নতুন খেনলা পেতাম পরের দিন খুলে ফেলতান, এ নিয়ে অবসস আনাকে কম বকা খেতে হয়নি, interest ছিল বেসি electrical arr electronics এ,

সময়ের বাবধানে আজ আনি electrical engineering student, electronics আমার হবি,

Techtunes এ দেখলাম, ELECTRICAL ণীয়ে কোণো বীভাগ নেই, ভাবছি সুরু করব, ELECTRONICS ণীয়ে যে টিউন গুল আছে ,সে গুল non technical student দের পক্ষে বঝা আক্তু কথিন, তাই ভাবছি আকদম নতুন আগ্রহি দের জন্য, বেসিক থেকে সুরু করব,আলছনা হবে circuit টা কি ভাবে কাজ করবে,

বরদের কাছে অনুমতি ছাইছি, আমার কি করা উছিত?

বাংলা লেখার বেপারে কেউ কি আমাকে এক্তু হেল্প করবেন?

ভাল থাকবেন সবাই

Level 0

আমি অভিজিত মাইতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সবার আগে আপনার বাংলা বানান শেখা উচিৎ।

“বাংলা লেখার বেপারে কেউ কি আমাকে এক্তু হেল্প করবেন?”

শুধুমাত্র এই কথাটার জন্য আপনাকে কঠিনভাবে বলছি না।
https://bigganoprozukti.wordpress.com/2014/02/21/avro/
এখানে টিউটোরিয়াল সহ অভ্রর জন্য প্রয়োজনীয় ফন্ট সহ প্রায় সকল কিছু পাবেন। এখানে থেকে সহযোগীতা নিতে পারেন।
ইলেক্ট্রনিক্স বিভাগেই ইলেক্ট্রিক্যাল বিষয়ে লিখতে পারেন।

তবে আপনি ইলেক্ট্রিক্যাল বিষয়ে যত জ্ঞানগর্ভ টিউনই করতে চান না কেন; সঠিকভাবে, প্রচলিত শুদ্ধভাবে লিখতে না পারলে এরকম চুড়ান্ত ভুল বানানে আপনার দ্বিতীয় কোন টিউন কাম্য নয়।
MS Word এ আগে অনুশীলন করে বাংলা লেখা আয়ত্ত্বে আনুন। তারপর ড্রাফট লিখে প্রিভিউ দেখে সঠিক বানানে টিউন করুন।