সতর্কতামুলক টিউন।আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা

২৩/১২/২০১৪ ইং
****************
আমার এক প্রতিবেশী ছোট ভাই তার নাম আফ্রিদি।
আফ্রিদি আমাকে সকালে ফোন করে বলল ভাই একটা সিস্টেম আছে।ওখানে ভাই Note 4 ২৪০০০ টাকা। শুনে আমার মাথা খারাপ হয়ে গেল।
সে বলল বিদেশ থেকে তাদের কাছে সেট আসে মানে কাস্টম অফিসে।তারা কম দামে এগুলো বিক্রয় করে দেয়।কথা শুনে আমার প্রথম
বিশ্বাস হয়নি।তারপর একসময় বিশ্বাস করি। আফ্রিদি আমাকে একটা মোবাইল নাম্বার দেয়। আমি ওই লোকের সাথে কথা বলি।তার কথার
ফুলঝুরি আমাকে মুগ্ধ করে।তার নাম আহসান।তাকে বললাম আপনার কাছে কি কি মোবাইল আছে?তার কথা শুনে বুঝলাম তিনি আইফোন
আর স্যামসাঙ এগুলো বিক্রি করেন। আমি জিজ্ঞাসা করলাম Samsung Galaxy Note 4 এর দাম কত? তিনি বললেন ২৪০০০ টাকা।
আমি বললাম আপনারা এগুলো এত কম দামে কিভাবে বিক্রি করেন? তিনি আমাকে বলল আমরা অন্য সিস্টেমে আনি। যাতে বাংলাদেশের সবাই
স্মার্টফোন ব্যাবহার করতে পারে। আমি বললাম যদি আমি Samsung Galaxy Note 4 নেই তাহলে আমি কিভাবে নিবো? তিনি আমাকে বিকাশে
১০০০ টাকা অগ্রিম পাঠানোর কথা বললেন।আমি বললাম আমি তো অত পারবোনা। তিনি আমাকে ৫০০ টাকা পাঠানোর কথা বললেন।
আমি সবশেষে ২০০ টাকা পাঠানোর কথা বললাম। তিনি রাজি হলেন।আমি তাকে আবু বকর ভাইয়ের দোকান থেকে ২০০ টাকা বিকাশ করলাম।
আমি তাকে কোম্পানীগঞ্জের কুরিয়ার সার্ভিস "সুন্দরবন কুরিয়ার সার্ভিস" এর ঠিকানা দিলাম। কতক্ষন পরে তাকে ফোন দিলাম তিনি বললেন
আপনাদের এলাকায় সুন্দরবনের কোন শাখা নেই।আর আজ মঙ্গলবার।আর মঙ্গলবারে সুন্দরবন সার্ভিস বন্ধ থাকে।তাকে আমি Note 4 Duos এর
কথা বললাম।কিন্তু তিনি আমাকে কিছু আমাকে না বলে Note 4 সিঙ্গেল সিমওয়ালা মোবাইল পাঠিয়ে দেন। তিনি আমাকে কিছু না বলে মোবাইল
S.A Paribahan এ পাঠিয়ে দেন। S.A Paribahan কুমিল্লা জেলার রামঘাটলায় অবস্থিত।অতঃপর রাতেই আমাকে একজন দুইবার মিসকল
দিল কলব্যাক করলাম সেই কোম্পানির লোক। আমাকে মেমো নাম্বার দিল - ৩৩৭৩৬৬।এই নাম্বার নিলাম S.A Paribahan এ যোগাযোগ করে
মোবাইল নেয়ার জন্য।

২৪/১২/২০১৪ ইং
*****************
সকালে ঘুম থেকে উঠেই মনে পড়ে গেল মোবাইলের কথা। আজকে তো Note 4 কিনব। কি রকম জানি হবে ওই চিন্তাটা মাথায় ঘুরেছে।আফ্রিদি
আমাকে সকালে ফোন দিল ভাই আমি আপনার সাথে কুমিল্লা যাব। কারন জিজ্ঞাসা করলে সে বলে কিভাবে কিনেন দেখব আর আমার একটা
অভিজ্ঞতা হবে এই আর কি।সকাল ১০টা ১৮মিনিটে S.A. Paribahan থেকে আমার কাছে ফোন আসে মোবাইল নেয়ার জন্য।আমি বললাম যে
আমার কাছে মোবাইল বিক্রি করতে চায় তাকে আমি বলেছি আমি আগে মোবাইল দেখব। তারপর যদি মোবাইল পছন্দ হয় তাহলে আমি টাকা
দিয়ে মোবাইল আনব।এটা কি আপনারা জানেন?তিনি বললেন আমাদের এখানে মানে S.A.Paribahan এ এরকম নিয়ম নেই।একহাতে টাকা দিবেন
আর আরেক হাতে আপনার জিনিস নিবেন।আমি বললাম আপনারা উনার সাথে কথা বলে দেখুন যে উনি কি বলেন? মোবাইলের মালিক আমাকে
দেখাতে বলেছেন আপনারা তাকে জিজ্ঞাসা করুন।
একসময় কথা শেষ করে ফোন দিলাম মোবাইল কোম্পানির একজনের(আহসান)কাছে।তাকে বললাম কুরিয়ার সার্ভিস লোকদের কথা যে তারা তো
মোবাইল দেখাতে চাচ্ছেনা।আপনি তাদের বলে দিন যাতে আমাকে আগে মোবাইল দেখায়। নয়তো আমার পক্ষে মোবাইল ক্রয় করা সম্ভব নয়।
আহসান আমাকে আরেকজনের (নেয়ামত)মোবাইল নাম্বার দিয়ে বলল আপনি এই নাম্বারে যোগাযোগ করুন কারন তার মাধ্যমে মোবাইলটি
কুরিয়ারে পাঠানো হয়েছে।আহসানকে আবার আমি বললাম আপনারা যেই মোবাইল পাঠাইছেন সেটা অরিজিনালতো? সে বলল ভাই আপনি কি
আমাদের বিশ্বাস করেননা?আমি বললাম আপনিতো অপরিচিত। আপনার সাথে মোবাইল কিনার মাধ্যমে আস্তে আস্তে পরিচিত হব। কোন সমস্যা
নেই।
তারপর সকাল সাড়ে ১১টায় আমি আর আফ্রিদি কুমিল্লায় রওয়ানা হলাম।আফ্রিদি আমাকে বলে ভাই একটু পরে আমরা Note 4 দেখব।আপনার
কেমন লাগছে?কেমন মোবাইল হবে এটা নিয়েই আমার চিন্তা ছিল বেশী।এর কথার উত্তর আমি দেয়নি।সে খুব উচ্ছ্বাসিত ছিল।
অবশেষে আমরা S.A Paribahan এ পৌঁছে গেলাম।মোবাইল দেখার আগে পরিবহনের একজনকে বললাম আমি আগে মোবাইল দেখতে চাই।
আগে টাকা দিতে পারবোনা।মোবাইল আগে দেখব পরে টাকা দেব। তিনি বলল আমাদের এখানে এরকম নিয়ম নেই।আমি তাদের বললাম যে
মোবাইল পাঠিয়েছে তার সাথে আমি কথা বলেছি সে বলল আপনি আগে টাকা জমা দেন তারপর মোবাইল দেখেন। যদি মোবাইল পছন্দ না হয়
তবে পরিবহনে মোবাইল জমা দিলে তারা আপনাকে আপনার টাকা জমা দিয়ে দিবে।তারপর আমি তাকে(নেয়ামত)বললাম আপনি তাদের এই কথা
বলে দেন যে তাদের কাছ থেকে টাকা জমা দিয়ে মোবাইল নেয়ার পরে যদি মোবাইল পছন্দ না হয় তাহলে মোবাইল ফেরত নিয়ে টাকাটা যাতে
দেয় এই কথা বলতে।নেয়ামত(মোবাইল মালিক) বলল ঠিক আছে আপনি পরিবহনের কাছে আপনার মোবাইলটা দেন আমি তাদের বলে দিচ্ছি।
তারপর নেয়ামত পরিবহনের তাদের সাথে কথা বলে আমার সাথে কথা বলে এই যে আমি তাদের বলে দিয়েছি আপনাকে মোবাইল দেখাবে তবে
আপনি আগে টাকা জমা দেন যদি পছন্দ না হয় তবে তারা মোবাইল ফেরত নিয়ে আপনার টাকা আপনাকে দিয়ে দিবে।
এরপর আমি পরিবহনের একজন উনার নাম ফারুক তিনি আমাকে বললেন আপনি টাকা দেন আপনি আপনার মোবাইল দেখেন।তারপর আমি
তাকে বললাম আগে মোবাইল দেখান যদি পছন্দ হয় তারপর আমি টাকা দেব। কারন যার মোবাইল তার সাথে আমি কথা বলেছি সে
বলেছে আপনি টাকা জমা দেন যদি মোবাইল পছন্দ না হয় তাহলে তাদের মোবাইল জমা দিয়ে টাকা ফেরত নিয়ে নিবেন। কোন সমস্যা নেই।
আমি পরিবহনের ফারুক ভাইকে এই কথা বলি। তিনি বললেন আচ্ছা ঠিক আছে।তারপরও ফারুক ভাইকে আমি আবার বলি আপনার কথার
উপরে আমি টাকা দিচ্ছি।যদি মোবাইল অরিজিনাল না হয় তাহলে আমার টাকা দিবেন। তিনি বললেন আচ্ছা ঠিক আছে।
তারপর আমি উনার হাতে ২৩,৮০০ টাকা দিলাম।তিনি বললেন আরও আপনাকে ৪০০ টাকা পরিবহনের টাকা দিতে হবে।আমি পরিবহনের এত
শুনে অবাক হয়ে গেলাম।কি আর করা মোবাইলতো দেখতে হবে।৪০০ টাকা দিলাম। টোটাল ২৪,২০০ টাকা নগদ দিলাম।আর বিকাশের ২০০ টাকা
মোট ২৪,৪০০ টাকা।
এরপর টাকা নেয়ার পরে ফারুক ভাই মোবাইল খুলতে লাগলেন।খুলার পরে যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। অরিজিনাল
মোবাইল কি এরকম হয়?
১.ব্যাটারির পিছনে লেখা Made In Korea By Sensung. Samsung না Sansung. পিছনের কাগজটা যেন উঠে যাবে এমন অবস্থা।
২.পিছনের IMEI আর মোবাইল চালু করার পর IMEI চেক করলাম। মিল নাই
৩. প্যাকেটের গায়ে লেখা ১৩ মেগাপিক্সেল কিন্তু Note 4 ১৬ মেগাপিক্সেল ক্যামেরা
৪. মাস্টার কপি মোবাইলের ক্যামেরার কোয়ালিটি তো জানেন।
৫.Note 4 Single SIM মডেল মিল নাই। এটাতে ডুয়েল Note 4 সিমের মডেল দেওয়া।
৬.Device Status - Official না Custom
আমার জন্য আনা Note 4 এর এই অবস্থা দেখে আমার মন অনেক খারাপ হয়ে গেল। আবার অন্যদিকে এতগুলো টাকা দিলাম এখন কি উপায়
হবে। চিন্তায় আমার হাত-পা কাঁপা শুরু করল।ফারুক ভাইকে আমি বললাম ভাই মোবাইল তো অরিজিনাল না।এখন আমি এই মোবাইল নিতে
পারবোনা।এখন আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন। উনি আমাকে বলেন আপনি মোবাইলের মালিককে(নেয়ামত) ফোন দেন তিনি যদি
আমাদের বলেন তাহলে আপনার টাকা আপনি পেয়ে যাবেন। নেয়ামতকে ফোন দিলাম তাকে বললাম আপনি যে মোবাইল পাঠিয়েছেন সেটাতো
অরিজিনাল না মাস্টার কপি আমি এই মোবাইল নিবনা। আপনি পরিবহনের ফারুক ভাইকে বলে দেন যেন তারা মোবাইল রেখে আমার টাকা
আমাকে ফেরত দিয়ে দেয়।নেয়ামত বলে মোবাইল অরিজিনাল কোন সমস্যা নাই আপনি ভালভাবে দেখেন আর ৩ ঘণ্টা চার্জ দেন। তার কথা
শুনে আমার মাথা গরম হয়ে গেল।বললাম ভাই চার্জ দিলে তো আর অরিজিনাল হবেনা। আপনি তাদের বলেন মোবাইল রেখে আমার টাকা
আমাকে দিতে।আমি পরিবহনের ফারুক ভাইয়ের কাছে আমার মোবাইল দেই নেয়ামতের সাথে কথা বলার জন্য।তিনি মোবাইলের লাইন কেটে দেন।
এমন করে তিনবার হয়।আমি হতাশ হয়ে পরি।কি করব কিছুই বুঝতে পারছিনা।হাত-পা যেন অবশ হয়ে আসছে আর গলা আমার শুকিয়ে কাঠ।
আমি পরিবহনের ফারুক ভাইকে বললাম আপনার কথায় আমি টাকা দিয়েছি।নয়তো টাকা দিতামনা।এখন আপনি যা করার করেন।তিনি আমাকে
চুপ থাকতে বললেন।
এরপর তিনি ঢাকার অফিসে ফোন দেন যেখান থেকে নেয়ামত মোবাইল পাঠিয়েছে। সেখানে আমার ব্যাপারটি নিয়ে পরিবহনের তারাও চিন্তায়
পরে যান।ফারুক ভাই ঢাকার অফিসের ম্যানেজারের সাথে কথা বলেন।ফারুক ভাই ফোন করেছেন।হয়তো আমাকে কথা দিয়ে ফেলেছেন এই কারনে।
যাই হোক সবশেষে যা শুনলাম ফারুক ভাই আমাকে বলল আপনি তো সকালে আমাদের অফিসে কথা বলেছিলেন যে আপনাকে আগে মোবাইল
দেখাতে হবে। এই বিষয়টা আমি ঢাকার অফিসে জানালে তারা নেয়ামতের সাথে কথা বলে যে কাস্টমার তো আগে মোবাইল দেখতে চায় এখন
আমরা কি করব ? তখন নেয়ামত বলল সমস্যা নাই।উনাকে মোবাইল দেখান যদি উনি মোবাইল না নেন তাহলে উনার টাকা উনাকে দিয়ে
দিবেন। আর এই কথা আমাদের কর্পোরেট নাম্বারে রেকর্ড হয়ে গেছে। সে কারনে নেয়ামত আটকে গেছে। এর দ্বারা আমরা তাকে আটকাতে পারব।
এরপর ফারুক ভাই আমাকে ২৩।,৮০০ ফেরত দেন।আর বাকি ৪০০ টাকা পরিবহন ভাড়া রেখে দেন।

পরিবহন ভাড়া ৪০০ টাকা + বিকাশ ২০০ টাকা + গাড়ি ভাড়া ১০০ টাকা মোট ৭০০ টাকা নাই। তারপরেও ২৩,৮০০ টাকা ফেরত পেলাম সেটা
অনেক। আল্লাহর রহমত ও আমার উপরে সবার দোয়া ছিল।যার কারনে আমি টাকাটা ফেরত পেলাম।

২৫/১২/২০১৪ ইং
*****************
সকালে নাস্তা খাওয়ার পর বাজারে একজনের সাথে কথা বলতেছি।এসময় আফ্রিদি বলে ভাই আপনার কাছ থেকে পরিবহনের ভাড়া অনেক বেশী
রাখছে। আমি বললাম কিভাবে? সে বলল একটা মোবাইলের পরিবহনের ভাড়া যদি ৪০০ টাকা হয় তাহলেতো ঢাকা থেকে আমরা নিজেরাইতো
আনতে পারি। আরেকজনের কাছ থেকে শুনলাম মোবাইল আনতে গেলে ৫০-৬০ টাকার মত লাগে।আপনার কাছ থেকে বেশী রাখছে।
চিন্তা করলাম ফারুক ভাই এত বেশী রাখল। আমারে ছক্কা মাইরা দিল।আচ্ছা দেখি কি করা যায়।
এরপর দুপুরে ফারুক ভাইয়ের সাথে কথা বললাম। কথার এক পর্যায়ে উনাকে এমন চাপ দিলাম যে উনি আমাকে পরিবহনের ৪০০ টাকা আমাকে
ফেরত দিয়ে দিলেন।আসলে আমার কথায় উনি ভয় পেয়ে গেছেন। তাই উনার কাছ থেকে টাকাটা পেয়েছি। উনি আমাকে বিকাশ করে টাকা
পাঠিয়েছেন।
শেষপর্যন্ত আমার ৩০০ টাকা বাঁশ

দুই শয়তানের মোবাইল নাম্বার -

নেয়ামত - 01611851791

আহসান - 01795660004

Level 0

আমি মোঃ মহিউদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস