ডোমেইন Control Panel হোস্টিং Control Panel সম্পর্কে সাহায্য চাই।আমি জানতে চাচ্ছি যে আমি আমার ডোমেইন Control Panel এবং হোস্টিং Control Panel দিয়ে কি কি করতে পারবো।এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চাই।যদি কেউ আমাকে সাহায্য করেন তাহলে আমার অনেক উপকার হবে ।আমি আরেকটি বিষয় সম্পর্কে জানতে চা্ই তা হলো আমি আমার সাইট কে গুগুল এ কিভাবে এড করবো।যদি কেউ জানেন প্লিজ আমাকে সাহয্য করেন।
আমি আরিফ বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন একটা ব্যাপার নিয়ে প্রশ্ন করলেন ভাই। ডোমেইন কন্ট্রোল প্যানেল দিয়ে আপনি ডোমেইন লক – আন লক করা, নেম সার্ভার পরিবর্তন করা, ডোমেইন ট্রাসফার করা, একাউন্ট এর তথ্য আপডেট করা, মালিকানা পরিবর্তন বা পরিমারজন করতে পারবেন। ডোমেইন কন্ট্রোল প্যানেল অত্যন্ত দরকারি একটা জিনিস। এটা সব সময় নিজের কাছে রাখা উচিত। নিজের ইমেইল ও নাম ব্যাবহার করে ডোমেইন রেজিস্ট্রেশন করবেন সব সময়।
অন্য দিকে, হোস্টিং কন্ট্রোল প্যানেল এ আপনি আপনার ওয়েবসাইট এর তথ্য গুলোকে ফাইল আকারে সাজিয়ে রাখার সুযোগ পাবেন। এখানে আপনি সাব ডোমেইন তৈরি ও ডিলেট করতে পারবেন। এখানে অনেক ফিচার আছে, যা আপনার ওয়েবসাইট এর জন্য অনেক দরকারি। যেমন- ইমেইল, রিসোর্স ব্যাবহার তথ্য, ডিস্ক স্পেস, ব্যান্ডউইথ, আই পি তথ্য, সার্ভার এর আপ টাইম…। আমি এই সব জেনেছি গ্রীন হোস্টিং এর সাপোর্ট এর ভাস্কর বনিক ভাই এর কাছ থেকে। আশা করি, এই উত্তর আপানকে সাহায্য করবে।