জরূরী সাহায্য দরকার। ল্যাপটপ এ ইন্টারনেট কানেকশন দিলেই কুকুরের মত খাওয়া শুরু করে MB…..


জরূরী সাহায্য দরকার। ল্যাপটপ এ ইন্টারনেট কানেকশন দিলেই কুকুরের মত খাওয়া শুরু করে MB.....

ল্যাপটপ এ ইন্টারনেট কানেকশন দিলেই MB শেষ হতে থাকে। এমন অবস্থা হইছে যে এখন ইন্টারনেট কানেকশন দিতেই ভয় পাচ্ছি...

এমনিতেই লিমিটেড কানেকশন এর নেট চালাই, তার থেকে অকারনে এভাবে এমবি শেষ হলে ত আর রক্ষা নাই...

এভাবে মেগাবাইট এর অপচয়  থেকে বাচার উপায় কারোর জানা থাকলে সাহায্য করেন  ...

উইন্ডোজ আপডেট অফ করা আছে।

ল্যাপটপ ও এসঃ
উইন্ডোজ ৮়১

Level 0

আমি ngangchill। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

DEfendar update off koren ………Dekhen kono soft update nitese kinaa….R Antivirus update o Nite paree………chack koree agoluuu off RAkhben………………….soory for Banglish type

TinyWall নামের ফ্রী ফায়ারওয়াল ডাউনলোড করুন। সব ইন্টারনেট ব্লক করবে। এবার আপনার প্রয়োজন অনুসারে যেকোনো Software এর ইন্টারনেট Access আনব্লক করুন। নেট অনেক কম খরচ হবে। আর Metro App যেগুলো লাগে না তা Uninstall করুন কারন এগুলা অনেক ডাটা নেয়।

http://tinywall.pados.hu/download.php এইটা Tiny Wall এর ডাউনলোড লিঙ্ক।

Vi oto kichu bad dia firewall chalu koren … 🙂

১।প্রথমে Sports,News,Health Tips,Food etc অ্যাপ রাইট ক্লিক করে আনইন্সটল করুন।
২।Charms ওপেন করে সার্চে ক্লিক করুন(কীবোর্ড এর উইন্ডোজ লোগো কী+S)। তারপর লিখুন “update”. এরপর Windows update Settings এ গিয়ে Drop Down menu থেকে Never Check for update এ সিলেক্ট করুন।
৩।তারপর উইন্ডোজ স্টোর ওপেন করে রাইট ক্লিক করে Updates এ গিয়ে Automatically Update my apps আনচেক করে দিন।
৪।উইন্ডোজ ডিফেন্ডার এর অটো আপডেট বন্ধ রাখুন।
৫।যেহেতু আপনার মিটারড কানেকশন(Metered Conection)ব্যবহার করেন, তাই সার্চ ওপেন করে লিখুন “Metered Connection”। এবার যদি আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করে থাকেন, তাহলে Sync over Metered Connection এ ক্লিক করে সব অফ করে দিন, এতে কোন কিছু Sync হবে না, ফলে ব্যান্ডউইডথ বাঁচবে।
৬।ওয়ান ড্রাইভ এ ফাইল “Available Offline” ফিচারটি ব্যবহার করবেন না।

ভাই আপনার অতি প্রয়োজনীয় Software ছারা, সব Software গুল Remove করে ফেলেন, আশা করি Problem Solv হয়ে যাবে

প্রথমে task manager এ যান। তারপর services এ windows update খুঁজে বের করে ওপেন করুন। এরপর windows update প্রথমে stop তারপর disable করে দিন।

আপনার ল্যাপটপে যদি এ্যাভাষ্ট এন্টিভাইরাস ইন্সটল করা থাকে তাহলে ওইটা আগে ডিলেট করেন আর উইন্ডোজ আপডেট অফ করেন আশাকরি সমস্যা সমাধান হবে। আর পারলে এন্টিভাইরাস বাদ দিয়ে উইন্ডোজ ডিফেন্ডার সেটআপ করেন। আমার হুবহু একই সমস্যা হয়েছিল পিসি একটা বাদ দিয়ে নতুন একটা কিনেছি একই সমস্যা ছিল তারপর একমাস পর সমাধান পালাম।