Tk. ডোমেইনের ‍ব্যাপারে জরুরী সাহাজ্য চাই. দয়া করে সাহাজ্য করুন।

প্রিয় টেকটিউনার ভাইয়েরা সবাই নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন। আমি ২ বছর ধরে টেকটিউনের পাঠক টেকটিউনের মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি। কিন্তু আজ আমি একটা সমস্যার সম্মুথ্যিন হয়েছি। আমার একটা ওয়াপ সাইট ছিলো কয়েক দিন হলো সেটায় ঢুকতে পারছি না। আমার মনে হয় ডোমেইন নিতে হবে। কিন্তু আমি ডোমেইন নিতে পারি না। যদি কোন ভাই আমাকে একটা ডোমেইন নিয়ে দিতেন তাহলে অনেক উপকার হতো। আমি জানি tk ডোমেইন ফ্রি তারপরেও আমি খরচ দিবো। আমার আগের ডোমেইন miltondj.tk. দয়া করে কমেন্টস করে জানাবে। ভালো থাকবেন সবাই।

Level 0

আমি শফিক মাগুরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

akta .com domain nen bortomane ser soltasa,r .tk ta nila 1 yr por aber .tk ses hoya jabe,er theka .com nila aponer o lav,site popular hola encome asa,

আমার যে tk ওয়াপ সাইট আছে তাতে কি .com ডোমে্‌ইস সেট হবে। আর কয় টাকা খরচ হবে। জানাবেন

.Com নেন ডট.টিকে নিলে ১ বছর পরে আবার রিনিউ করা লাগবে। তাই আপনার যদি কার্ড না থাকে তাও আমাদের কাছ থেকে .Com ডোমেইন নিতে পারেন খুব কম খরচে সাথে ১০০ এমবি ফ্রী প্রিমিয়াম হোস্টিং ।
coxwebhost.com
মোঃ ০১৬৮০-৬৮৪৮৩৬

ধন্যবাদ, ব্রাদার। হ্যা আমিই আপনাকে সঠিকভাবে কাজটি করে দিব, কোন সমস্যা নাই। হ্যা আমিও অনেকের সাইট তৈরি করে দিয়েছি এবং নিজেও টিকে এবং পেইড ডোমেইনে বেশ কয়েকটি সাইট চালাচ্ছি। যাইহোক আপনি টিকে ডোমেইন নিতে পারেন, এটি সম্পূর্ন ফ্রি। তথাপি আজীবণভাবে চালাতে গেলে এটিকে প্রতি বছর ফ্রি ভাবে রিনিউ করে নিতে হয়। তবে পরামর্শ হল প্রাথমিকভাবে ফ্রি ব্লগ এবং ডোমেইন দ্বারা সাইট চালানো ভাল। পপুলার হয়ে গেলে অতপর উভয়ই ক্রয় করা ভাল। ডোমেইন এবং হোস্ট ক্রয়ের বেশ কয়েকটি বিশ্বস্ত সাইট আছে তার মধ্যে অন্যতম hostmight.com. যা হোক ক্রয় না হয় পরেই করলেন।
আপনি টিকে ডোমেইন নেবার জন্য কিনামে ডোমেইন নিবেন, এই জন্য আপনার মেইল আইডি প্রয়োজন অনেক কিছু বিষয় রয়েছে। অনুগ্রহ করে এখানের কমেন্টে জরুরী বিষয়ের আলোচনার প্রয়োজন নাই। তাই জরুরী প্রয়োজনে আমাকে মেইল করতে পারেন এবং সেখানে আপনার নম্বর যোগ করে দিতে পারেন আমি আপনার সাথে যোগাযোগ করব। আমার মেইল আইডি [email protected]

ওহ আরেকটি কথা ভূলে গেছি ব্রাদার আপনি মাগুরাতে কোথায় থাকেন! মাগুরার অনেক জায়গায় চিনি শহর থেকে ইউনয়িন পর্যন্ত যেমন ভায়না মোর, এম.আর রোড, চৌরং্গী, পূর্বাশা, মধুমতি সিমো হল। আসলে সেখানে আমার বেশ কিছু পরিচিতজন এবং বন্ধুবান্ধব রয়েছে।
তাহলে প্রতিত্তরের অপেক্ষাতে রইলাম, ভাল থাকবেন।

আমার দরকার আমার মোবাইল নং দিবো কিভাবে কমেন্টসের এখানে দেয়া যাবে না।

    @শফিক মাগুরা: ধন্যবাদ। উপরের কমেন্ট বক্সে সেখানে আমার মেইল আইডি দিয়েছি সেই ইমেইল ঠিকানাতে করলেই তো হল। মেইল আইডি [email protected]

    @শফিক মাগুরা: উপরের কমেন্ট বক্সে সেখানে আমার মেইল আইডি দিয়েছি সেই ইমেইল ঠিকানাতে করলেই তো হল। প্রয়োজনে পিসি হতে আপনার পোস্টের সকল টিউমেন্ট গুলো দেখুন