এটি কোনো বিজ্ঞাপন নয়। শুধু জরুরী প্রয়োজনে একটু সাহায্য পোষ্ট মাত্র।
আমার ব্যক্তিগত একটি কাজে এবং খুব জরুরী প্রয়োজনে বেশ কিছু বাংলা লেখা কম্পোজ করা প্রয়োজন।
কম্পোজ ওয়ার্ড, ইলাস্ট্রেটর অথবা কোয়ার্কে করা যাবে। ৩টির যেকোন একটিতে দিতে হবে।
যাদের বাংলা টাইপিং স্পীড বেশি শুধুমাত্র তারাই তাদের ফোন নম্বর এবং ইমেইল এড্রেসসহ কমেন্ট করবেন। প্রতি পেজ টাইপের জন্য কত টাকা চান তা ও উল্লেখ করতে পারেন। অথবা আমাকে sms/ email করতে পারেন। sms ছাড়া কেউ সরাসরি call করবেন না। তা হলে ফোন received না ও করা হতে পারে।
আমার মোবাইল নম্বরঃ 01912241303
ইমেইল ঃ [email protected]
আমি Razu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফোন দিতে পারেন আমার একটা পুরো টিম আছে, সাথে আমিও হ্যা অল্প সময়ের মধ্যে সব কাজ পরিপূর্ণ করা যাবে,
01842508038