আমি কিছুদিন হলো মাইক্রো ওয়ার্কার্স এ একাউন্ট খুলেছি। প্রথম কয়দিন কাজ করিনি। শুধু বিভিন্ন টিউটোরিয়াল থেকে কিভাবে কাজ করতে হয়, কাজ করার জন্য কি কি লাগবে তা জেনেছি। পাশাপাশি yahoo answer কাজ করার জন্য আমার yahoo answer একাউন্টকে Level 2 করে নিয়েছি। গত দুইদিনে চারটি খুব ছোট কাজ করেছি। এগুলো হলো ইউটিউবে কমেন্ট আর সাইন আপের। এর মধ্যে তিনটা কাজের টাকা অলরেডি আমার একাউন্টে যোগ হয়েছে। আর একটা পেন্ডিং আছে। দুঃখের ব্যাপার হলো আমি যখন yahoo answer এর কাজ গুলো করতে যাই তখন সমস্যা সৃষ্টি হয়। আমি প্রথমে কাজের তালিকা থেকে yahoo answer এর একটা কাজ সিলেক্ট করি। তারপর ওই কাজের বিবরণ আসে। সেখান থেকে কাজ করার জন্য প্রথমে একটা লিঙ্ক দেয় এবং বলে যে এই লিঙ্ক এ গেলে তারা একটি কি ওয়ার্ড দিবে এবং কি ওয়ার্ড অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে হবে।যেমন: “http://209.236.68.39/click/NSpOl2RYvhe9b0ba42LtFogPQ ” যেটা সবগুলো yahoo answer কাজেই করতে হয়। আমি যখন তাদের দেয়া এই লিঙ্ক এ ডুকতে যাই তখন এরকম একটা মেসেজ দেয়, “ You have been banned, and that decission has later been manually confirmed. Therefore, no further appeal is possible - please work with other employers.”। আমি yahoo answer কিংবা ফোরাম পোস্টিং যেটাতেই ডুকি সেখানে যে লিঙ্ক দেয় ওটাতে গেলেই শুধু এই মেসেজটা দেখায়। আমি মাইক্রো ওয়ার্কার্স এ অন্য কোন কাজ করতে কোন সমস্যা হয় না। শুধু এ কাজ গুলোতে এ সমস্যা দেখায়।
আমি এখন কি করতে পারি। প্লিজ আমাকে সাহায্য করুন।
আমি নাদিমুল হক জুলাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।