সমাধান দিতে পারলে gift আছে (আমি নিজে gift দিব সাধ্য অনুযাই)

প্রথমে আমার সালাম নিবেন ।

(আপনাদের কাছে সাহায্য চাইছি)

আমি শুনেছি এক কমপিউটারে ২/৩ টা অপারেটিং সিসটেম চালাণো যাই, তাও আবার এক সাথে।

আমি windows xp, windows 7 এক সাথে চালাতে চাই। এটা কিভাবে করব??

এর জন্য কমপিউটারে open করাল সময় ঠিক করে নেওয়া য়াই যে কোন অপারেটিং সিসটেম চালাবো ।

ভাইদের কাছে আমি প্রথম বার সাহায্য চাইলাম । আমাকে ফিরিয়ে দিবেন কি???

আর সমাধান দিতে পারলে gift আছে (আমি নিজে gift দিব)

আমার সাধ্য অনুযাই gift দিব।

Level 0

আমি refatopu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সহজ…যে ড্রাইভে XP থাকবে সেটি বাদ দিয়ে অন্য ড্রাইভে Windows 7 দিবেন। ধরুন আপনি প্রথমে Windows Xp দিয়েছেন C ড্রাইভে, তারপর Windows 7 দিয়ে দেন অন্য যে কোন ড্রাইভে, তাহলেই হয়ে গেল।

আপনি প্রথমে xp এবং পরে win 7 ইনস্টল করুন। প্রথমটি c ড্রাইভে হলে পরেরটি করুন d বা অন্য কোন ড্রাইভে। তবে অবশ্যই প্রথমে xp এবং তারপর win 7 ইনস্টল করতে হবে। আশা করি তাহলে সফল হবেন।

প্রথমে আপনাকে আগে Windows XP Install করে নিতে হবে তারপর আপনি যেভাবে Windows XP Install করে ছিলেন (মানেঃ বুটেবল সিডি দারা) সেই একই ভাবে আপনাকে Windows 7 এর সিডি বুট করে Install করতে হবে । মনে রাখবেন আপনি যদি Windows Xp C:\ এর মধ্যে দিয়ে থাকেন তাহলে আপনি Windows 7 C:\ বাদ দিয়ে অন্য যেকনো ড্রাইভ এ Install করুন তাহলে দেখবেন আপনার কাজ হয়ে গিয়েছে। ধন্যবাদ

    আপনি কোথায় হয়তো ভুল করছেন

হেল্প করতে পারবো না এমনিয় গিফ্ট দেন ;D

আপনি প্রথমে windows 7 setup করুন। তারপর এটিকে এক্টিভ করতে হবে এবং জেনুইন করতে হবে। জেনুইন করার জন্য এই লিংক
http://www.ziddu.com/download/11238906/WGA.Cracked.7z.html থেকে সফটওয়ারটি ডাউনলোড করুন এবং সেটাপ করুন এই জন্য আর কিছুর প্রয়োজন নেই। তারপর আপনি windows virtual PC (windows xp mode) Install করুন। সফটওয়ারটি যদি আপনার কাছে না থাকে তবে এই লিংক http://www.microsoft.com/windows/virtual-pc/download.aspx?runGenuineCheck=true&system=8&lang=1&buttonClicked=winXpMode থেকে ডাউনলোড করুন। virtual PC চালু করতে start>All Programs>windows virtual pc>windows virtual pc xp mode এ ক্লিক করুন। virtual PC চালু করে নির্দেশনা অনুযায়ী virtual machine তৈরী করুন। তারপর ওই virtual machine এ আপনার ২য় windows টি setup দিন। ব্যাস হয়ে গেল এক সাথে ২টি windows run করা।

এখানে স্ক্রীনশট্‌ এর মাধ্যমে দেখানো হয়েছে http://satkhira.linkinworld.com/2009/06/12/একাধিক-অপারেটিং-সিস্টেম/
আশা করছি এখান থেকে সমাধান পেয়ে যাবেন।

    Level 0

    ধন্যবাদ…আপনাকে । http://www.Linkinworld ভাই সফটওয়ার ছাড়া কি ভাবে করা যাই ??? সেটা বলেন ????????

আগের ওষুধে কাজ হচ্ছে না। চিন্তার বিষয়। ঠিক আছে এবার একটা বিস্তারিত ওষুধ দেই। এবার প্রথমে যে যে ড্রাইভ গুলোতে উইন্ডোজ ইনস্টল করেছেন সেগুলো সম্পূর্ন মুছে ফেলুন। অর্থাৎ c তে xp এবং d তে win 7 করলে c ও d দুটি ড্রাইভ বা পার্টিশন সম্পূর্ন মুছে ফেলুন বা শুধু c ড্রাইভ মুছে ফেললেও হবে। এবার c ড্রাইভে উইন্ডোজ xp ইনস্টল করুন। দেখুন xp ঠিক মত চালু হয় কিনা। চালু হলে এবার d ড্রাইভে win 7 ইনস্টল করুন।
এ পদ্ধতিতে সমাধান না হলে আপনি কোন ড্রাইভে কোন উইন্ডোজ ইনস্টল করেছেন তা বলুন।

    Level 0

    সোহাগ ভাইইই,

    আমি c ড্রাইভে উইন্ডোজ xp ইনস্টল করেছি..। আর Windows 7 Install করেছি H ড্রাইভে…..।

    শুধু c ড্রাইভে উইন্ডোজ xp ইনস্টল করেছি. দেখছি xp ঠিক মত চালু হয়…।

    H ড্রাইভে…..খালি d ড্রাইভে খালি না ।

আসসালামু আলাইকুম
আমার মনে হয় আপনি উইন্ডোজ এক্স পি এর পরে উইন্ডোজ সেভেন ইন্সটলের সময় আপডেট অপশন সিলেক্ট করেছেন। আপডেট ইউজ না করে অন্য অপশনটা ব্যবহার করুন।
তাও কাজ না হলে এই লিঙ্কে যান
http://tinyurl.com/28zkynz

২টি windows এক সাথে চালাতে হলে। প্রথমে একটি windows setup দিন। তারপর ঐ windows চালু করে সেখানে Virtual PC setup দিন। এরপর ঐ Virtual PC configure করে সেখানে অন্য windows setup দিন। তখন থেকে আপনি ২টি windows এক সাথে চালাতে পারবেন। আর কোন উপায় নেই। আপনি যদি এই কাজ করতে পারেন তাহলেই পারবেন। নতুবা অন্য চেষ্টা শুধু আপনার কম্পিউটারকেই ক্ষতিগ্রস্থ করবে। bye

Level 0

Virtual PC setup কি..?? বিস্তারিত বলুন।… বিস্তারিত………………

ভার্চুয়াল পিসি http://www.vmware.com/products/player/

বিস্তারিত জানতে http://www.microsoft.com/windows/virtual-pc/support/

খুবই সহজ…যে ড্রাইভে XP থাকবে সেটি বাদ দিয়ে অন্য ড্রাইভে Windows 7 দিবেন। ধরুন আপনি প্রথমে Windows Xp দিয়েছেন C ড্রাইভে, তারপর Windows 7 দিয়ে দেন অন্য যে কোন ড্রাইভে, তাহলেই হয়ে গেল। computer run হবার সময়ে F8 চাপতে হবে তখন আপনি windows xp এবং windows 7 দেখতে পাবেন। যে টা চালু করতে চান ঐ টা click করলে হবে ।

ভাই এত এত সমাধান পেলেন কাকে গিফট দেবেন?

ধুর মিয়া……………………
এইটা এত কঠিন কাজ নাকি……??????????

আমার মনে হয় আপনি কনো EXPART কে দেখাইলে আপনার সমস্যার সমাধান করাইলে ঠিক হয়ে যাবে।
আর কাউরে না পাইলে আমার সাথে যোগাযোগ করবেন…………

সমাধান পাইছেন মনে হয় না হইলে আওয়াজ দিয়েন

Level 0

সমস্যার সমাধান হয়েছে কিন্তু কাকে গিফট দেবো ???????

ami hole sabaikai kortam com r basi !
sorry computer crash bangla nai.