প্রথমে আমার সালাম নিবেন ।
(আপনাদের কাছে সাহায্য চাইছি)
আমি শুনেছি এক কমপিউটারে ২/৩ টা অপারেটিং সিসটেম চালাণো যাই, তাও আবার এক সাথে।
আমি windows xp, windows 7 এক সাথে চালাতে চাই। এটা কিভাবে করব??
এর জন্য কমপিউটারে open করাল সময় ঠিক করে নেওয়া য়াই যে কোন অপারেটিং সিসটেম চালাবো ।
ভাইদের কাছে আমি প্রথম বার সাহায্য চাইলাম । আমাকে ফিরিয়ে দিবেন কি???
আর সমাধান দিতে পারলে gift আছে (আমি নিজে gift দিব)
আমার সাধ্য অনুযাই gift দিব।
আমি refatopu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই সহজ…যে ড্রাইভে XP থাকবে সেটি বাদ দিয়ে অন্য ড্রাইভে Windows 7 দিবেন। ধরুন আপনি প্রথমে Windows Xp দিয়েছেন C ড্রাইভে, তারপর Windows 7 দিয়ে দেন অন্য যে কোন ড্রাইভে, তাহলেই হয়ে গেল।