আমি দুই দিন আগে samsung xpress m2020 প্রিন্টার কিনেছি । এর ওরজিনাল টনারের মূল্য ৩০০০ টাকা । কিন্তু refill এ খরচ অনেক কম হয়। দোকানে refill করতে ৭০০ থেকে ৮০০ টাকা লাগে । কিন্তু নিজে refill করলে খরচ আরও ৫০% কমে যায় ।
আমি refill করতে পারি না। সুতরাং কেউ যদি এ বিষয়ে পুরনাঙ্গো tutorial করেন তবে খুব উপকৃত হবো ।
আমি rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পারলে ভাই টোনার এর যে সাইডে কালি আছে সেই সাইডে (প্লাষ্টিক) অল্প কিছু জায়গা কেটে তারপর কালি ডুকিয়ে আবার টেপ দিয়ে আটকিয়ে দিন। আমি এভাবেই আমার এইচপি টোনার রিফিল করি।