AB- গ্রুপের রক্ত চাই, খুব দরকার

এক থেকে দুই সপ্তাহ পর আমার আপু মা হবে এবং আমি হব মামা। আমরা গাজীপুর চান্দনা চৌরাস্তাতে থাকি। আপুর রক্তের গ্রুপ AB- কিন্তু কোথাও এই রক্ত পাওয়া যাচ্ছে না। ঢাকা, উত্তরা, গাজীপুর বা এর আশে-পাশের এলাকাতে থেকে যদি কোনো ভাই রক্ত দিতে আগ্রহী হন তাহলে দয়া করে আপনার মোবাইল নম্বর দিন। আমার মোবাইল নম্বর হল ০১৭৪৫৮২৪৭৬২ এবং মেইল এড্রেস হল [email protected]

Level 0

আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একেই বলে টিউন ।

Delower khotib@
bujlam na

অদ্ভুত ভাই ঠিক বুঝলাম না বাচ্চা হওয়ার জন রক্ত কেনো লাগবে?????আর আপনি এগুলা টিটি তে না করে টিভি চানেলে বিগ্গাপন দেন

    আপনার আসলেই জ্ঞানের অভাব আছে …. আপনার ফ্যামিলিতে কি কখনও এমন সিচুয়েশান আসে নাই? বাচ্চা হওয়ার সাথে ব্লাডের রিলেশান নাই। তবে মায়ের অনেক সময় মাত্রারিক্ত ব্লিডিং হতেই পারে। তাই আগে থেকে রক্তের ব্যবস্থা করা হয় নিরাপত্তা নিশ্চিত করার জন্যে।

    আপনি কথাটা এভাবে না বললেও পারতেন। টিটি যদিও এরকম টিউনের জন্যে না তারপরেও অনেক সিচুয়েশানকে কম্প্রোমাইজ করতে হয়। তাই বলে এখনও এই টিউনকে সাহায্য বিভাগেও দেই নাই।

    আশা করি বুঝতে পেরেছেন।

    অদ্ভুত ভাই দুঃখিত।টিনটিন ভাই আপনাকে ধইন্যা বিষয়টা এক্সপ্লেইন করার জন্য।ভাই আপনার সাইটের কি হইলো??

    অবশ্যয় দিবেন কেনো দিবেন না।তবে সেটা কু নজর না সু নজর।আর টিনটিন ভাই আমাদের লাকি এফ এম দিকেও নজর দিয়েন যিদ্দুতে ফাইল আপলোড করে সেটা নিয়ে টিউন করে তিনি আয় করছেন $$$$$$ডলার$$$$$।

    ভাই আমার ব্লাড গ্রুপ এবি+ ভাই আমি পুরান ঢাকা থাকি সদর ঘাট এর কাছাকাছি । দরকার হলে বলবেন , ই-মেইল:[email protected]
    [email protected]
    [email protected]
    [email protected]

    রাফসান ভাই, পন্ডিত লোকেরা একটু কমই বুঝে……. টিটি কি আপনার একার নাকি? আমি শুধু সাহায্য চেয়েছি।

    tintin ভাই,সহমত

Level 0

ভাইয়া আপনার নম্বরটা যদি পারেন আমাকে মেইল করেন। এখানে দিয়েন না। আমি আপনার সাথে কথা বলি। দেখি সাহায্য করা যায় কি-না।

    আমি দুঃখিত ভাই কারণ আমি আপনার মেইল এড্রেস খুজে পেলাম না….. একটু কষ্ট করে যদি দেন….. না হয় আমার মেইলে একটা মেইল করেন……. [email protected]

আপনি Rotaractor না হলেও এই সাইট তে যান http://www.bdbloodinfo.com আশা করি কাজে আসবে।

    ভাই আপনি Rotaractor কিনা জানি না, তবে অবগতির জন্য জানিয়ে রাখি এর পরিচালনাকারী ক্লাব চট্টগ্রাম গ্রীন সিটি এটির আপগ্রেডের জন্য বন্ধ রেখেছে।

    ভাই সাইট আসলেই বন্ধ।

Level 0

অদ্ভুত ভাই, আপনার পরিচিত কেউ যদি “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে” এবং “হলে থাকে” তা হলে তার সাথে এখনই যোগাযোগ করুন। এখানে বাঁধনের মাধ্যমে আপনি প্রয়োজনীয় রক্ত পাবেন কাঙ্ক্ষিত গ্রুপের যদি ডোনার রক্ত না দিয়ে থাকেন। কিংবা আপনি ক্যাম্পাসে এসে আমাকে কল দিলে আমি তাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো। ***রক্তের জন্য অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনবেন। আমাকে মেইল করুন আমি আমার নাম্বার আপনাকে মেইল করে দেবো। [email protected]

এই পোস্টের এক কপি সামুতে দেন। খুব ভাল কাজ হবে ।

আগে থেকেই সাবধান হওয়া ভাল, তবে আপনি পারলে সব ব্লগেই দিতে পারেন, যদি কামে আসে

O- হলে হবে?

ei thekanai jogagog korun————

31 Shilpacharya Jainul Abedin Sharak (Old 119 Shantinagar),
Dhaka–1217 (East of Eastern Plus Market)

Phone: +880-2-9351969, +880-2-8322987, +880-1714-010869

Website: http://www.quantummethod.org.bd

ভাই আমি আপনাকে খারাপ কি বলসি একটু বলেন তো?আর আমি কি বলসি টিটি আমার একার?

    রাফসান ভাই, আপনার সকল টিউন আমি মনযোগ সহকারে পড়েছি তাই পাঠক হিসেবে আমি আপনার টিউনে https://www.techtunes.io/internet/tune-id/31416/#comment-88484 আমি প্রথম বারের মত কমেন্ট দিয়েছিলাম সেই কমেন্ট টা কেন আপনি Editor করেছেন তা কি জানতে পারি ???
    উল্টা পাল্টা কমেন্ট দিয়ে টেকটিউনস এ পরিবেশে নস্ট করা কোন মানে হয় না । গঠন মূলুক কমেন্ট দিয়ে টেকটিউনস প্রতি ভাল বাসা প্রকাশ করবেন এটাই আমার বিশেষ অনুরোধ ।

http://www.somewhereinblog.net/blog/atvoot/29223945

সামুটা আজকাল কেমন জানি হয়ে গিয়েছে। কেও কাওকে সাহায্য করে না।