আমি একজন মুভিখোর। আমার কাছে প্রায় ৩০০০+ ইংরেজী, হিন্দী, চাইনিজ, তামিল, তেলেগু, বাংলা মুভি আছে। আমি চাচ্ছি আমার মুভিগুলো সাইজে কমিয়ে কিন্তু কোয়ালিটি ঠিক রেখে স্কাইড্রাইভে সংরক্ষণ করতে। আমি HandBreak এর এডভাঞ্চ ব্যবহারকারী(দুই বছর ধরে করছি)। HandBreak দিয়ে অনেকভাবে ট্রাই করেছি। কিন্তু কাজ হয় না উল্টা সাইজ বেড়ে যায়। কারণ, HandBreak শুধু মূল (যে ভিডিওর কোন রিপ/রিসাইজ করা হয় নি) ভিডিওর সাইজ কমাতে পারে। একবার সাইজ কমানো ফাইলকে আবার কমানো যায় না HandBreak দিয়ে।
এছাড়া আমি আরো কিছু জনপ্রিয় সফটওয়্যার দিয়ে ট্রাই করেছি। যেমনঃ Windows Movie Maker ( সাইজ কমে কিন্তু ভিডিওর ফ্রেম এবং কোয়ালিটি বজায় রাখতে পারে না), Freemake Video Converter ( সাইজ কমে কিন্তু কোয়ালিটি ঠিক থাকে না), Xilisoft (কোয়ালিটি ভাল থাকে না; উল্টা সাইজ বেড়ে যায়), Format Factory (মোবাইলের জন্য ভাল কাজ করে কিন্তু পিসির জন্য না)...।
Doridro.com এর কিছু টিম মেম্বার আছে যারা একটা ফাইলকে অনেকভাবে রিসাইজ করে থাকে। কিন্তু ভিডিওর কোয়ালিটি প্রায় একই রকম থাকে। 1.3GB থেকে শুরু করে 700MB, 450MB পর্যন্ত ফাইল সাইজ কমিয়ে থাকে। আমিও ঠিক তাদের মত করে কাজ করতে চাই। এক্ষেত্রে সবচেয়ে ভাল কোন কোন সফটওয়্যার ব্যবহার করা যায়?
এক্সপার্ট ভাইদের কাছ থেকে এ ব্যপারে সাহায্য এবং পরামর্শ কামনা করছি।
( Techtunes মডারেটর ভাইদের অনুরোধ করছি যাতে এই tune টির বিভাগ পরিবর্তন না করা হয়। জিজ্ঞাসা-সাহায্য বিভাবে কেউ সাধারনত ভিজিট করে না। ফলে আর উত্তর পাওয়া যায় না। এই কারনে টিউন বিভাগে দিতে হল। দুই-তিনদিন পর আমি নিজেই পরিবর্তন করে নিব। )
আমি Latent Hallow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিজ্ঞান ও প্রযুক্তির সাথে থাকতে ভালবাসি। প্রযক্তির প্রতি একধরনের নেশা কাজ করে থাকে। আর ভাল লাগে অ্যাডভেঞ্চার। থাকতে চাই রহস্য হয়ে।
ভাইয়া পেইনের কথা কি বলি ! আমি অনেক দিন ধরে ট্রাই করছি। কিন্তু কনোটাতেই কাজ হয় না। doridro রে ask করছিলান কিন্তু কনো উত্তর পায়নি। আমারো এই রকম soft দরকার 🙂