ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন সমস্যার সমাধান চাই

আমার ল্যাপটপে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের কেবলটা লাগালে ল্যাপটপে ইন্টারনেট কানেকশন পাওয়া যায়, কিন্তু সেটাকে আমার ডেস্কটপে লাগালে ইন্টারনেট কানেকশন কানেক্টেড দেখায়, কিন্তু কোন পেজে ঢুকতে গেলে নিজের মতো দেখায় যে ইন্টারনেট কানেকশন সমস্যা,
আমার নেট সার্ভিস প্রভাইডারদের সাথে যোগাযোগ করলাম ওরা এসে দেখে গেল যে সব কিছু ঠিক ঠাক আছে, ওদের সার্ভারের address এর সাইটের পেজে ঢুকতে পারছি।

কোন গুরু কষ্ট করে পরামর্শ দিলে উপকৃত হতাম। (আমার পিসিতে এক্সপি দেয়া। )

Level 0

আমি Mohammad Kabir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am very keen to know a new thing and inform to another. I am a student department of CSE .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sarvise provider k bolen apner ip change kore dite……

আগে দেখেন আপনার বারুজারে কোন প্রক্সি দেয়া আছে কিনা?? সাধারনত ব্রাউজারে প্রক্সি দেয়া থাকলে এমনটা হয়

sarvise provider k bolen apni cp theke leptope kanekshon dichen… apner ip change kore dite bolen tahole kaj hobe

১ কানেকশন=১ পিসি/ল্যাপটপ। আপনার ISP provider আপনার ডেস্কটপ এর MAC address register করে রেখেছে। এক্ষেত্রে আপনি আপনি নিজে যদি MAC ক্লোন করতে পারেন তাহলে করে ফেলুন নতুবা আপনার ISP provider কে ফোন করুন। তবে ওরা দুই পিসি হিসেবে টাকা বেশী চাইতে পারে।

seting এ lokal area connection এর ভিতর যান properties ল্কিক করুন ,
তারপর internet protocol এর ভিতর গিয়ে সব কিছু automatic করে দেন।

হবে কি না জানিনা , নিজে না দেখলে বোঝা মুশকিল।

আপনার কাছে জদি লিনাক্স থাকে তাহলে ওটা দিয়ে একবার দেখতে পারেন

    @SAHEB BISWAS:
    @SAHEB BISWAS,
    ভাই আমি লিনাক্সেও ট্রাই করেছি, একই সমস্যা ।, ISP দের সার্ভার এ ঠিকই যায়, কিন্তু অন্য address e যায় না।

যখন কোন ISP ইন্টারনেট কানেকশন দেয় তারা NIC Card মানে নেটয়ার্ক কার্ডের Mac address নিয়ে সেটার accross এ একটা ip assign করে। তাই আপনি যখন laptop থেকে desktop এ কানেকশন লাগাচ্ছেন MAC address ভিন্ন হবার জন্য আপনি ISP এর সার্ভার থেকে rejected হয়ে যাচ্ছেন। ISP ওয়ালাদের বললে তারা আপনার যেকোনো একটা রাখবে হয় laptop না হয় desktop, সবচেয়ে ভালো হয় আপনি একটা রাউটার কিনে নেন।

    @অমিত: আমি কি একটা কানেকশন ডেস্কটপে এবং ল্যাপটপে ব্যবহার করতে পারব না ?

😮 আমার ব্রডব্যান্ড নাই

Level 0

Check koren desktop er IP configuration apnar laptop er same ki na. Go to “Lan adapter properties>>Click TCP/IPv4>>properties. Ei khan theke sob configuration note book e likhe same configuration desktop e koren. Er por o na kaj hole MAC clone koren kaj hobe. MAC clone na parle reply den.

ভাই সুদু TMAC softwaredownload করে lPTOP এ AND DESKTOP এ install দেন। তারপর ল্যাপটপ অ্যাঁ open করে আপনার laptop এর MAC address লিখে রাখেন। তারপর desktop এ ছালু করে ল্যাপটপ এর MAC বসিএ change button a click দেন।

Desktop er IPv4 Properties e DNS setting ta chek koren. okhane kicu na thakle apnar ISP theke oder dns ta nie nen ba laptop er setting theke nite paren.

    @তাসবীর: ভাই কানেকশন হুবহু দিয়েছি, আর কানেকশন তো হচ্ছে, আপনি আমার ইমেজটা একটু কষ্ট করে ভাল করে দেখেন, তারপর কোন পরামর্শ থাকলে দিতে পারেন, চেষ্টা করে দেখব।