ক্যাম্পাসে ফিরতে চায় শোভন (help him)

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদি হাসান শোভন দূরারোগ্য ব্যধি লিউকেমিয়ায় (ব্লাড ক্যান্সার) আক্রান্ত । তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

10487485_1446159635633545_8668554122675216752_n

ইচ্ছে ছিল পড়ালেখা শেষ করে সাংবাদিক হয়ে দেশ ও দশের জন্য কাজ করবে। এমন স্বপ্ন বুকের মাঝে নিয়ে দিন গুল যখন অতিবাহিত করতে ছিল খুব আনন্দের সাথে,ঠিক তখনি তার এই স্বপ্ন গুল পূরণে বাধা হয়ে দাঁড়াল এক ঘাতক যার নাম দূরারোগ্য ব্যধি লিউকেমিয়ায় (ব্লাড ক্যান্সার)। আর এই ক্যান্সার তার স্বপ্ন কে ক্যাম্পাসের আঙ্গিনা থেকে নিয়ে গেছে মেডিকেলের বিছানায়। যার ফলে তার ঠাই এখন আর ক্যাম্পাসে হয়না শেষ ঠাই এখন মেডিকেলে।শোভনের চিকিৎসা খুবিই ব্যয়-বহুল যা তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব না,তাই শোভনের স্বপ্নকে পূরণ করতে ও তাকে নিয়মিত ক্যাম্পাসে ফিরিয়ে আনতে সমাজের সকলের প্রতি উদাথ আহ্বান রইল। শোভন তার স্বপ্ন পূরণে ব্যাথ হলেও তার স্বপ্ন কে পূরণ করতে পারে আমাদের সকলের একান্ত সাহায্য ও সহযোগিতা।

শোভনকে সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করতে পারেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলা,কেবিন-২৬
ব্যাংক অ্যাকাউন্টে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন –
AC: Md. Mahmudul Hasan, 1501101503560001,
Brack Bank, Gulshan Branch.
মুঠোফোন- ০১৬৭২-২৬৬১৯৪(শোভনের ভাই)

Level 0

আমি druntopothik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস