কিছুদিন আগে আমি যখন প্রথম টিউন করা শুরু করি তখন যিদ্দু তে ফাইল আপলোড করতাম। এজন্যে আমার ২টি টিউন স্থগিত করে দেয়া হয়। আমি এটা দেখে খুব তাড়াতাড়িই ঐ লিঙ্ক মুছে মিডিয়াফায়ার লিঙ্ক দিয়েছিলাম। তার পরেও আমার টিউন ২টির স্থগিতাদেশ বাতিল হয়নি। জানতে চাই এটার দায় দায়িত্ব কার? এডমিন রা কি শুধু পেন্ডিং ই দিতে জানেন? পেন্ডিং বাতিলের কাজটা কে করবে শুনি?
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
ঠিকই বলেছেন
পেন্ডিং করতে পারে মাগার পুনঃস্ক্রিয় করতে পারেনা……………………………নাকি করেনা@!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!