আমি আমার Dell Insiron 3214 লেপটপ এ উইন্ডোজ ৮ এর ৬৪ বিট ইনস্টল দিয়েছি। তবে সমস্যা হচ্ছে কোন ভাবেই Netframework enable করতে পারছি না। এর আগে উইন্ডোজ ৮ এর ৩২ বিট ইনস্টল দিয়ে cmd তে গিয়ে dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /All /Source:H:\sources\sxs /LimitAccess এই কোড টি পেস্ট করে কিছুক্ষন অপেক্ষা করলে enable হয়ে যেত, কিন্তু ৬৪ বিট এ ঐ পদ্ধতি কাজ করছেনা। অফ্লাইন Netframwork ও ট্রাই করেছি, কাজ করছেনা। 🙁 প্রযুক্তিপ্রেমী কোন ভাইয়ের সমাধান জানা থাকলে প্লিজ হেল্প মি!!!! 😥 😥
আমি মোঃ ইকবাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমারও একই সমস্যা, অনলাইন এ এনাবল করতে হয়। ৩২ বিটের মত কমান্ড দিয়ে কাজ হয়না।