রেডহ্যট লিনাক্স-এর সাহায্য চাই (সার্ভার সম্পর্কিত)…

আমার বাসার পিসি-তে পরীক্ষামূলক ভাবে হোম সার্ভার করছি, রেডহ্যাট এন্টারপ্রাইজ-৫ ব্যাবহার করে। DNS, FTP, SAMBA, WEB server  ভালভাবেই হলো, কিন্তু সমস্যা দেখা দিলো MAIL  server  করতে গিয়ে। আমি চাচ্ছি Squireemail configure  করতে।

সবগুলোর ক্ষেত্রে আমি একই IP ব্যবহার করেছি।  Smooth service  পাবোনা বিধায় FTP, SAMBA server  ডাউন করে শুধুমাত্র DNS, WEB & MAIL server  up রাখলাম। কিন্তু আমি যখন httpd service  restart  করতে চাই তখন নিচের ছবির মত eror  দেখায়।

Scrnsht

লক্ষ্যনীয়, আমার লোকাল মেইল সার্ভার ঠিকমতো কাজ করছে, এবং Squireemail করার আগে httpd  service  restart হতে কোন সমস্যা হতো না।

কারো কাছে সমাধান থাকলে জানাবেন আশা করি।

ধন্যবাদ।

Level 0

আমি নি:স্বঙ্গ শেরপা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিঃস্বঙ্গ শেরপা। APPLIED PHYSICS, CHITTAGONG UNIVERSITY.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস