কম্পিউটার হ্যাং হলে তখন কি করবেন (নতুনদের জন্য)

Level 2
ফ্রিল্যান্সার, মেন্টর, ট্রেইনার, উদ্যোক্তা, টপ রেটেড ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, সিরাজগঞ্জ

আমরা প্রতিদিন কম্পিউটার অনেক রকম কাজে ব্যাবহার করি

কিন্তু অনেক সময় নানা কারনে কম্পিউটার হ্যাং হয়ে যায়,তখন আর কম্পিউটার রিস্টার্ট করা ছাড়া উপায় থাকেনা

কিন্তু উপায় আছে,নির্দিষ্ট কোন প্রোগ্রাম  হ্যাং করলে তা স্টপ করা মাধ্যমে সেখান থেকে বের হয়ে আসা যায়

ধরুন আপনার গুগল ব্রাউজার  হ্যাং করেছে

সো এখন আপনি যা করবেন-আপনার কীবোর্ড থেকে এক সাথে Ctrl+Alt+Del বোতাম এক সাথে চাপুন

চাপলে একটি মেনু আসবে এখন ওখান থেকে Task Manger নামে অপশন সিলেক্ট করুন

তারপর এমন পেজ আসবে

এখন এখান থেকে আপনার হ্যাং হওয়া প্রোগ্রাম সিলেক্ট করে End Task এ ক্লিক করুন ।ব্যাস কাজ শেষ।

স্ক্রীন শর্ট এর ক্ষেত্রে গুগল ক্রম কে দেখান হয়েছে

এই জিনিসটি অনেক এই জানেন আবার অনেক এই জানেন না ।যারা জানেন না শুধু তাদের জন্য এই পোস্ট।

ভুল হলে ক্ষমা করবেন

ভাল থাকবেন সবাই

Level 2

আমি সুজন কুমার দে। ফ্রিল্যান্সার, মেন্টর, ট্রেইনার, উদ্যোক্তা, টপ রেটেড ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, সিরাজগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm Sujon Kumar Dey, I'm Certified Full Stack Web Developer. Working as a developer, freelancer, mentor, trainer as well as an entrepreneur. I'm Top Rated Freelancer on Upwork, Rising talent on Fiverr, also doing remote jobs, some international projects, local projects too.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস