আমি টেকটেইনস থেকে অনেক কিছু শিখেছি। ছয় মাস আগে আমি একটি ব্লগিং সাইট বানিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। তারপর আমার হোস্টিং এর মেয়াদ শেষ হয়ে এল এবং আমি সমং মত রিনিউ করতে পারিনি। তবে আমি এস.কিউ.এল ডেটাবেজ ব্যাকআপ নিয়ে রেখেছিলাম, যেটা .sql ফরমেটের। এখন আমার প্রশ্ন আমি কিভাবে আবার সাভার্রে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে পুনরাই আমার আগের ডেটাবেজ কােনক্ট করবো। এক কথাই আমি আবার আমার সকল পুরাতন পোস্ট গুলো ফেরত পেতে চাই। অভিঙ্গরা প্লিজ আমাকে হেল্প করুন। উল্লেক্য আমি পেইড েহাস্টিং ব্যবহার করি এবং আমার সিপ্যানেল আছে।
আমি Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই লিংকটি দেখুন
আশা করি কাজে লাগবে।