আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আমি গত ৬ মাস হয়ে GP-3G ইন্টারনেট ব্যাবহার করতেছি ২৯০টাকা দিয়ে,
আমার সিম'টি GP এর একতা সিম, 2G net P6 ২৮৭ টাকা দিয়ে 2GB Internet, তার পর
*500*0# Diall করে , 3G এর একটি প্যাক ২ টাকা দিয়ে ৪ এম-বি, আমার 2GB/2G net ৩জি হয়ে যায় কি মজা 😀 ৪৭০ টাকার মজা 290 টাকায়,
কিন্ত এই মজা মনে হয় শেষ 🙁 ৩ দিন হয় আমার মোবাইল এ এসএমএস আসছে You have used 20MB (total) .To avoid bill shock your data service is blocked. Please dial *111*6*1# to activate your desired Internet package.
মনটা কি কয় বলেন আপনেরা ? এইডা কিছু ! কি হল !! 🙁 এখন আমাকে বার বার ২ টাকা দিয়ে ৪-এম,বি নেট নিতে হয়, আর যদি না নেই আমি নেট কানেক্ট করতে পারি না,
এখন ২ টাকার নেট ২০ এম,বি ব্যাবহার করতে পারি, ২০ এম,বি ব্যাবহার করে আবার ২ টাকা দিয়ে ৪ এম,বি নেট নিতে হয় ,
আমার যে এম'বি আছে তার সাথে প্লাস হয় ২ টাকার নেট 🙁 কিন্ত ২০ এম,বি শেষ হলে এসএমএস আসে 🙁 আবার ২ টাকা ......... কি জামেলাই না পড়লাম এই হারামির ফোন নেট নিয়ে 🙁
আর এ ভাই আমরা টাকা দিয়ে নেট ব্যাবহার করে যদি এই হারামির ফোন আমাদের সাতে এমন করে কেমন লাগে 🙁
কত শান্তিতে ছিলাম কি মজা করে নেট ব্যাবহার করতেসি, এইটাতে ও অদের প্রবলেম হয়ে যায়, আসলে টাকা না দিয়ে ফ্রী নেট ব্যাবহার করাটাই অনেক ভাল,
সবার কাছে আমার একটি অনুরুদ একটা কিছু করেন, কি করে আগের মত এই ২জি নেট কে ৩জি নেট করে ব্যাবহার করতে পারি, হারামির ফোন এর কথা তাদের ৩জি নেট ৪৭০ টাকা দিয়ে ব্যাবহার করতে হবে, এত টাকা পামু কুথাই মামু হারামির ফোন 🙁 ২৯০ টাকার নেট ব্যাবহার করে হিম সিম খেতে হয় 🙁 আমি জানি না আপনাদের এই প্রবলেম হয় কি না 🙁 প্লিজ যাদের জানা আছে আমাদের জন্য একটা কিছু করেন, অনেক উপকার হয় ,
ভুল হতে পারে কারন আমি আপনাদের মাঝে নতুন, আমাকে ক্ষমা করবেন
আমার জন্য দুয়া করবেন ধন্যবাদ সবাইকে
আমি Ochin_Manus। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Life.........
ভাই আপনি ৭৫ এম্বি কিনে নিন আর ৩জি স্পিড এ নেট ব্যবহার করুণ। ৭৫ এম্বি ২৫ টাকা ১৫দিন মেয়াদ। কিনতে ডায়াল করুন *500*59*1#