C Drive ফুল হয়ে গেলে কি করতে পারি ?!

আমি উইন্ডোস 7 চালাই, সফটওয়্যার আপডেট ও উইন্ডোস আপডেট এর কারণে আমার 30 জিবির সি ড্রাইভ এর মাত্র দেড় জিবি খালি আছে এবং লাল শো করছে . এই অবস্থায় আমি ইদানিং কিছু ডাউনলোড করতে পারছিনা শুধু " কিছু ফাইল ডিলিট করতে বলে " কিনতু সি ড্রাইভ এর কিছু ফাইল কিভাবে ডিলিট করব তাহলে তো সিস্টেম এ সমস্যা হবে , আমি এই অবস্থায় নতুন করে বুট করা ছাড়া কিভাবে পরিত্রান পেতে পারি ?!

Level New

আমি Shafkat Aziz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Select a good title for any post.
আপনার সি ড্রাইভের ফাইল গুলার একটা স্ক্রিনশট দিলে ভালো হতো।উইন্ডোজ আপডেট তো ৪/৫ শ মেগাবাইট খায়।Windows Old নামে কোন ফাইল থাকলে Shift Dell দিয়ে Delete করে দিয়েন। Ccleaner সফট টার Driver Wiper আর Advance System Care এর Uninatalling windows Update ফিচার টা ব্যাবহার করতে পারেন যদি মনে হয় উইন্ডোজ আপডেট এত জায়গা খাচ্ছে।অতিরিক্ত সফট ইন্সটল করা থাকলে Revo Uninstaller এর মাধ্যমে Uninstall করেন। মাঝে মাঝে ভাইরাসের জন্যও ড্রাইভ ফুল হয়ে যায়।

Level New

ধন্যবাদ , ভুল ধরিয়ে ও সাজেসন দেবার জন্য !