আমি নিয়মিত টেক্টিউন্সে কমেন্ট করি। কিন্তু গত কয়েক মাস ধরে আমার কোন কমেন্ট প্রকাশিত হচ্ছে না। 😐
অনেক দিন ধরে আমার সব কমেন্ট মোডারেশন এ থাকছে। এইগুলো পাব্লিশ হচ্ছে না। ADMIN রা কি প্লিজ একটু ব্যাপারটা দেখবেন? বা অন্য কোন উপায় আছে কিনা? কি কারনে এমন হল? আগে তো সব ঠিকই ছিল।
আপানাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ
সাইফুল
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১/কমেন্টে লিংক শেয়ার করার জন্য(স্পামিং রোধে এই সিস্টেম চালু করা।)
২/কমেন্ট অত্যাধিক বড় হওয়ার জন্য এপ্রুভাল চাইতে পারে(কত শব্দ পর্যন্ত জানি লিমিটেশন).
৩/ধন্যবাদ মার্কা কমেন্ট অত্যাধিক করা।
৪/পোস্ট কারীরা কমই দেখেন ড্যাশবোর্ডে গিয়ে – কার কার কমেন্ট ওয়েটিং এ আছে।
আমি তো ১০ টা কমেন্ট পাইলে ৫ টা স্পাম থাকে,এপ্রুভাল সিস্টেমের জন্য এগুলা জন সমুক্ষে আসে না।আপনার এগুলার বাইরেও ঝামেলা করলে টেকনিশিয়াল প্রবলেম,এই আইডি বাদ দিয়ে নতুন করে একটা খুলে ফেলেন।