আপনাদের কাছে কি আমি একটু সহযোগিতা পেতে পারি ???????...........
আসসালামু আলাইকুম আশা করি সাবাই ভাল আছেন। প্রথমেই বলেনিই আমি সাজিয়ে লিখতে পারিনা। টেকটিউনে এই টিউনটা করা আমার উচিত হয়েছেকিনা আমি জানি না যদি ভূল করে থাকি তা হলে ক্ষমা সুন্দুর দৃষ্টিতে দেখবেন। আসল কথা বলছি...... গত ১ বছর ধরে কম্পিউটার নিয়ে আছি কয়েকটা কম্পিউটার দোকানে জব ও করেছি। পড়াশোন ও করছি। Data Entry অর্থ্যাৎ বাংলা ইংলিশ টাইপ পারি বাংলা মিনিটে ২০-২৫ টা টাইপ করতে পারি। Internet সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে এবং সবসময় ব্যবহার করি বাসায় ব্রডবেন্ড আছে। Photoshop Basic টা পারি তবে গ্রাফিক্স শিখতেছি। টেকটিউনসে দেখে কয়েকটা পিটিসি সাইটে কাজ করেছিলাম কিন্তু টাকা তো পাইনা তাই এখন আর করছি না। আমি খুব সমস্যার মধ্যদিয়ে দিন পার করছি। আমার জানামতে টেকটিউনস'এ অনেক লোক আছে যারা মাসে ভাল টাকা ইনকাম করে যদিও তাদের অভিজ্ঞতার কাছে আমি কিছুইনা তারপর ও বলছি আমার এখন অনেক টাকা দরকার নেই যদি কিছু টাকা ইনকাম করতে পারি তাহলেই যথেষ্ট। কিন্তু কিভাবে করব কোন রাস্তা পাচ্ছিনা যদি কেই সহযোগিতা করতেন আমার অনেক উপকার হতো বাসা ব্রডবেন্ড আছে। আপনার সহযোগিতার অপেক্ষায় রইলাম ...........................
আমি নোমান সিদ্দিকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Odesk, Freelancer ! Not PTC !