আমি বেশ কিছুদিন যাবত ইন্টারনেটে ফটোগ্রাফি বিষয়ে পড়ছি। এখন একটি ডিএসএলআর ক্যামেরা কেনা দরকার। একটা সাইটে কি ধরনের ক্যামেরা ভাল কিরকম হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি নিয়ে বহু তথ্য রয়েছে। সেই অনুযায়ী ক্যামেরা খুঁজেও পেয়েছিলাম। কিন্তু দাম দেখে কষ্ট পেয়েছি! আপাতত ৩৫-৪০ হাজারের ভেতরে কিনতে চাচ্ছি একটা ডিএসএলআর ক্যামেরা; কোনটা ভালো হবে সেটা বুঝতে পারছি না।
যারা ক্যামেরা ব্যবহার করে অভ্যস্ত, তাদের কাছে পরামর্শ চাচ্ছি। দাম, কোথায় পাওয়া যাবে, সুবিধা অসুবিধা, ওয়্যারেন্টি, ইত্যাদি বিষয়ক তথ্য দিয়ে সাহায্য করলে উপকৃত হবো।
আমি থাকি চট্টগ্রামে। এখানে কোথায় ভালো ক্যামেরা পাওয়া যাবে আর না গেলে
ঢাকায় কোথায় পাবো ইত্যাদি জানতে চাচ্ছি।
এখানে অনেক অভিজ্ঞ ইউজাররা রয়েছেন। আমি এখানেও এ বিষয়ে অনেক পোস্ট পড়েছি। এত বেশি পড়ে আমি এখন দ্বিধায় ভুগছি। অভিজ্ঞজনের আন্তরিক পরামর্শ আশা করছি।
আমি সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার বাজেটের মধ্যে নাইকন এবং ক্যানন দুটোরই এন্ট্রি লেভেলের ডিএসএলআর কিনতে পারবেন।
Nikon D3000 এবং Cannon 1000D …. দুটোই সাধ্যের মধ্যে চমৎকার ক্যামেরা। আমি ন্যাচার ফটোগ্রাফি করি এবং ইনডোরে আমার কোন কাজই নাই। তাই লো লাইট নিয়ে ভাবতেই হয় না। একারণেই Nikon D3000 ই বেছে নিয়েছি। ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে আপনার যদি ইনডোর এবং লো লাইটেও আগ্রহ থাকে তাহলে আমি বলব ক্যাননে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
ধন্যবাদ