MKV ফরম্যটের ভিডিও অন্য ফরম্যটে কনভার্ট করার জন্য সফটওয়্যার চাই

আমার MKV ফরম্যটের ভিডিও গুলো অন্য ফরম্যটে কনভার্ট করার জন্য একটা সফটওয়্যার লাগবে। কেউ এই বিষয়ে সাহায্য করতে পারবেন কি??? ক্র্যাক করা সফটওয়্যার সফটওয়ার হতে হবে.............. আমার কাছে বেশ কিছু হাই রেজুলেশনের MKV ভিডিও আছে সেগুলো আমি কনভার্ট করে মোবাইলে নিতে চাচ্ছি। কিন্তু কনভার্ট করতে পারছি না...............

Level 2

আমি খালিদ নর্থ সাউথ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিচের লিংক থেকে Fromat Factory Download করুন।
http://format-factory.en.softonic.com/

Any video Converter অনেক দ্রুত কনভার্ট করে। ট্রাই করে দেখুন। ফ্রি ভার্সন যদি mkv কনভার্ট না করতে পারে তাহলে http://portableappz.blogspot.com/ থেকে Any Video Converter Portable খুঁজে বের করুন, কারন এটি রেজিস্ট্ররড ভার্সন থেকে বানানো পোর্টেবল ভার্সন।

Format Factory খুবই ভাল একটা কনভার্টার। তবে এটি যেহেতু একটি ফ্রি ভার্সন। iwisoft > এটিও একটি ফ্রি ভার্সন। আরেকটি কথা ফ্রি ভার্সনের কিছু সীমাবদ্ধতা থাকে। তবে Xilisoft Video Converter Ultimate এবং ImTOO MPEG Encoder Ultimate সিরিয়াল নম্বর দিয়ে ফাইনাল ভার্সন করা যায় তাহলে খুব ভাল আর একটি কথা ImTOO MPEG Encoder Ultimate এর ফাইনাল ভার্সন দিয়ে আপনি প্রায় সব ধরনের ফরম্যাটে গান কর্নভার্ট করতে পরেবেন।

ক্র্যাক সফটই লাগবে?????
যাই হোক টোটাল ভিডিও কনভার্টারের ফ্রী ভার্সন টা টেস্ট করে দেখতে পারেন। সবফরম্যাটই সাপোর্ট করে।