SEO তে সাহায্য করুন। চলুন একসাথে কাজ করি। এবং টাকা ইনকাম করি।

সালাম, প্রথমেই আমার শুভেচ্ছা নিন। আমি ১ জনকে খুজছি যিনি আমাকে দিনে অন্তত ২ ঘন্টা সময় দিতে পারবে। আমার একটি সাইট আছে। নীতিমালার কারনে লিঙ্ক দিতে পারছি না।

আমার সাইটের বয়স মাত্র ১ মাস। কিন্তু এই কয়েকদিনেই এটি প্রচুর ভিজিটর নিয়েছে। এই সাইট এমন একটি কি ওয়ার্ডে অপর প্রতিষ্টিত যার সাইট খুবই কম। তাই একটু কষ্ট করলে সাইটি গুগলের প্রথম পেজে চলে আসতে পারবে।

আপনার লাভ?

আপনাকে আমি লাভের ৪০% শেয়ার দিব। অর্থাৎ ১০,০০০  টাকায় ৪০০০ টাকা আমার, ৪০০০ আপনার বাকি ২ হাজার সার্ভার খরচ। উল্লেখ্য সাইটটি ভিপিএসে।

গ্যারান্টি?

আপনাকে এড কোম্পানির ইউজার করে দিব।

আপনার কাজ?

১)রিলেটেড সাইট আমাদের সাইট নিয়ে লিঙ্ক করা। অর্থাৎ ব্যকলিঙ্ক বাড়ানো।

২)আমার এন্ড্রয়েড এপটি মানুষের কাছে পৌছিয়ে দেয়া।

৩)ফেসবুকের পেজ চালানো/লাইক বাড়ানো/সেখান থেকে ভিজিটর আনা।

৪)SEO র‍্যাঙ্কিং বাড়ানো

৫)দিনে কমপক্ষে ৩০০০ হাজার ইউনিক ভিজিটর আনতে হবে।

আমার সাথে এমন মানুষ যোগাযোগ করতে  পারবেন যার নিম্মোক্ত জ্ঞান আছে।

মিনিমাম SEO এবং Backlinking সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

মনে  রাখতে হবে যত বেশী ভিজিটর তত বেশি আমাদের লাভ।

আগ্রহীরা আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে

Level 0

আমি জামিল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস