Fifa15 খেলার জন্য পিসি কিনতে চাই…..হেল্প প্লিজ।

কেউ কি আমাকে একটা নতুন পিসি কিনার ব্যাপারে সাহায্য করবেন ? আমি ৩০,০০০ টাকা বাজেটের মধ্যে একটা নতুন পিসি কিনতে চাই যেটাতে Fifa 15 চালানো যাবে। মনিটর লাগবে না। কোন ব্র্যান্ডের motherboard, graphics card, ram, power supply, casing, hard disk  কিনলে ভালো হয় সে ব্যাপারে যদি কেউ আলোকপাত করতেন তাহলে আমার জন্য উপকার হতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি লিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার পিসি টা নিতে পারেন বাজেট ডিসিকাস করা হবে, ফিফা ১৪ খুব ভালভাবে চলছে এবং প্রায় সব ধরনের গেম ই ভালভাবে চলে কিন্তু চলে না শুধুমাত্র ফিফা ১৫ 😛 তাই সেল করে দিব ভাবছি আগ্রহী থাকলে রিপ্লাই দিন।