আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন। আমি কয়েকবছর ধরেই বেশ কয়েকটি ফ্রি এন্টি ভাইরাস ব্যবহার করেছি। যেমন এভিজি,ক্যাস্পারস্কি,এভাস্ট,আভিরা , ম্যাকাফি ইত্যাদি। এগুলো ব্যবহার করে আমার মনে হয়েছে এরা ম্যক্সিমাম ভাইরাসই ধরতে পারেনা। তারপর লাইসেন্সড এন্টি ভাইরাস ক্যাস্পারস্কি ২০১০ ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করে আমি অনেকটাই স্যাটিস্ফায়েড হয়েছি। কারন আমি দেখেছি ক্যাস্পারস্কি খুব দ্রুততার সাথে যে কোন ভাইরাস ধরে ফেলে।
আমার ডেস্কটপে ক্যাস্পারস্কি লাইসেন্সড ভার্সন আর আমার ল্যাপটপে ফ্রি এভাস্ট। পেন ড্রাইভে ভাইরাসের কারনে আমার ল্যাপটপে পেন ড্রাইভ ফরমেট করার দরকার হলে ফরমেট করতে পারি না। কিন্তু আমার ডেস্কটপে তা করতে পারি লাইসেন্সড ভার্সনের কারনে। তাছাড়া আরো অনেক কাজই আমরা করতে পারিনা ভাইরাসের কারনে।
এখন আমার প্রশ্ন ফ্রি এন্টি ভাইরাস কি সত্যিই কম্পিউটারের ১০০ ভাগ নিরাপত্তা দিতে সক্ষম? এ প্রশ্নটি লাইসেন্সড এন্টি ভাইরাসের ক্ষেত্রেও প্রযোজ্য। লাইসেন্সড এন্টি ভাইরাসও কি কম্পিউটারের ১০০ ভাগ নিরাপত্তা দিতে সক্ষম? আমার মনে সবচেয়ে বড় লজিক যেটা কাজ করে সেটা হল ফ্রি তে যদি ১০০ ভাগ কাজই করত তাহলে টাকা খরচ করে মানষ লাইসেন্সড এন্টি ভাইরাস কিনত না।
আমি এ ব্যাপারে আপনাদের মতামত এবং সাহায্য চাচ্ছি যে এখন আমার কি করা উচিত? ফ্রি নাকি টাকা দিয়ে কনে এন্টি ভাইরাস ব্যবহার করব। ফ্রি তে কাজ হলে কেউ টাকা খরচ করতে চাইবে না। তাই আমি কনফিউজড । সাহায্যের হাত বাড়িয়েছি। আমি জানি অনেক নামি দামি টিউনাররা এখানে টিউন করেন । তাই অনেক আশা নিয়ে এই লিখাটি লিখছি।
আমি Rana1920। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার কথাটার উত্তর এই রকম
Nothing is PERFECT in this WORLD; but something can ensure better Service
তবে এটা সত্য ফ্রি এন্টিভাইরাসগুলো কিন্তু অতটা কার্যকর নয়, যতটা লাইচেন্সড ভার্শন কাজ করে