আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি ভালো আছেন সবাই? ভাল থাকুক সুস্থ থাকুক সবার জন্য এই শুভ কামনা রইল।
আমি আজ একটি হেল্প চাইছি, আমি জানি এখানে যেকোন সমস্যার সমাধানে সবাই খুব আন্তরিক। আমি সেই আশায় একটি সমাধান চাইছি।
আমি ওয়ালটনের. Primo GH2 সেট ব্যবহার করছি। সাত দিন আগে গাজীপুরে গিয়েছিলাম ডাক্তারের কয়েকটি টেস্ট করানোর জন্য। প্রচন্ড ভীড় এদিকে আমার সিরিয়াল প্রায় কাছাকাছি। 24 বয়সের একজন যুবক আমার পাসে বসে Hay Day গেমসটি খেলছে। গেমসটি আমার খুবই ফেভারিট। আমার ধারণা ছিল যেহেতু গেমসটি সরাসরি তাদের সার্ভার থেকে নিয়ন্ত্রিত তাই চিট করা যাবেইনা।
কিন্তু দেখলাম তার ডায়মন্ড (গেমসের অতি প্রয়োজনীয় একটি অংশ) প্রায় 28,000. আর কয়েন যে কতগুলো তা আর নাই বললাম । এত ডায়মন্ড পেল কিভাবে জানতে চাইলে সে আমাকে দেখায় এটি গেমস হ্যাক ও cheat ব্যবহার করে এটা করেছে। আর কিছু বলার আগেই আমার ডাক পরল।
আমি তো ভেবেছি গুগল মামাকে জিজ্ঞেস করলেই সব পাব "কিন্তু এই কছম করে বলছি" গত দুই দিন যাবৎ অনেক খুঁজেও পাইনি। যেগুলো পেয়েছি তার অনেকগুলো একেবারেই ভূয়া। আবার কিছু ডাওনলোডের পদ্ধতি খুবই জটিল।
সব পথ হারিয়ে টেকটিউনসের সরনাপন্ন হতেই হলো। গত দুদিনে অনেক কষ্ট করেছি।
অনেক আশা নিয়ে পোস্ট দিয়েছি, যদি নৈরাশ্য হতে হয় তাহলে হার্ট এটাকও হতে পারে।
কোন ভাই এই মুসকিলটা যদি আছান করে দিতেন তো ভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকব।
আমি মোঃ হেমায়েতুল্লাহ শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাইয়া আপনার গেমসটা ভাল লাগল আর ভাল চাই thank you