অনেকদিন ধরে মাথা উচু করে দাড়াতে চেষ্টা করছি। কিন্তু পারছি না। কারন আমার মোবাইলের ডাটা ক্যাবলের পোর্ট বার বার ভেঙ্গে যাচ্ছে। আমার কাছে কম্পিউটার ইউজ করা মানেই নেট ইউজ। সুতরাং পোর্ট ভেঙ্গে গেলে আমাকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হয়। আমি আমার ল্যাপ্টপে বিল্ট ইন ব্রড কমের ব্লুটুথ ডিভাইস ইউজ করি। উইন্ডোজে ব্লুটুথ দিয়ে কানেক্ট করা খুব সোজা কারন নোকিয়া পিসি সুইট আছে। কিন্তু উবুন্তুতে কানেক্ট করতে গিয়েই যত বিপত্তি। উইন্ডোজ থেকে উবুন্তুতে পুরুপুরি কনভার্ট হতে চাইলেও এরকম কয়েকটি সমস্যার কারণে পারছিনা। ব্লুটুথ দিয়ে সাধারণ ডাটা কানেকশন করতে পারলেও ইন্টার্নেট কোন মতেই হচ্ছে না।
আমি যা যা করে চেষ্টা করেছিঃ
কোন ভাবেই কোন কাজ হয়নি।
আমার ব্যাবহৃত ডিভাইস সমূহের বর্ণনাঃ
ব্লুটুথ ডিভাইসঃ Broadcom
মোবাইলঃ Nokia x3
অপারেটিং সিস্টেমঃ Ubuntu Jaunti Jakalop.
অভিজ্ঞ বন্টুরা দয়া করে সাহায্য করুন।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার মোবাইলের ব্লুটুথ অপসনে যান। সেখানে ব্লুটুথ ইন্টারনেট নামে কোন অপশন পেলে অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন, যেটা দিয়ে আপনি মোবাইলে নেট ইউস করেন। এরপর Panu কানেকশনে ক্লিক করুন।
আমি nokia x3 ব্যবহার করিনি। তাই ব্লুটুথ ইন্টারনেট অপসন আদৌ ব্লুটুথ অপসনে আছে কিনা জানি না। ব্লুটুথ অপশনে না থাকলে settings>configuration এ থাকতে পারে। ইন্টারনেট কানেক্ট হয়েছে কিনা জানিয়েন।