মাথা উচু করে দাড়াতে চাই। সাহায্য করুন।

অনেকদিন ধরে মাথা উচু করে দাড়াতে চেষ্টা করছি। কিন্তু পারছি না। কারন আমার মোবাইলের ডাটা ক্যাবলের পোর্ট বার বার ভেঙ্গে যাচ্ছে। আমার কাছে কম্পিউটার ইউজ করা মানেই নেট ইউজ। সুতরাং পোর্ট ভেঙ্গে গেলে আমাকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হয়। আমি আমার ল্যাপ্টপে বিল্ট ইন ব্রড কমের ব্লুটুথ ডিভাইস ইউজ করি। উইন্ডোজে ব্লুটুথ দিয়ে কানেক্ট করা খুব সোজা কারন নোকিয়া পিসি সুইট আছে। কিন্তু উবুন্তুতে কানেক্ট করতে গিয়েই যত বিপত্তি। উইন্ডোজ থেকে উবুন্তুতে পুরুপুরি কনভার্ট হতে চাইলেও এরকম কয়েকটি সমস্যার কারণে পারছিনা। ব্লুটুথ দিয়ে সাধারণ ডাটা কানেকশন করতে পারলেও ইন্টার্নেট কোন মতেই হচ্ছে না।

আমি যা যা করে চেষ্টা করেছিঃ

  • ব্লুটুথে মোবাইল  বন্ড করে "Use device to connect to the internet" অপশনে টিক চিহ্ন দিয়েছি।
  • ডিভাইস বন্ড হওয়ার পর নেটয়ার্ক কানেকশন থেকে Panu(এরপর ম্যাক আড্রেস লিখা) কানেকশনে ডাবল ক্লিক করেছি। এতে মোবাইলে নোটিফিকেশন আসে Connecting কিন্তু Connected(শুধু লিখা আসে কিন্তু কোন কানেকশন পায় না এমনকি EDGE এর সাইন "E"-ও আসেনা) দেখানোর পর পর Disconnected চলে আসে।
  • গুগলে সার্চ করে বিভিন্ন টিউটোরিয়াল দেখে টার্মিনালে কাজ করে চেষ্টা করেছি।

কোন ভাবেই কোন কাজ হয়নি।

আমার ব্যাবহৃত ডিভাইস সমূহের বর্ণনাঃ

ব্লুটুথ ডিভাইসঃ Broadcom

মোবাইলঃ Nokia x3

অপারেটিং সিস্টেমঃ Ubuntu Jaunti Jakalop.

অভিজ্ঞ বন্টুরা দয়া করে সাহায্য করুন।

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার মোবাইলের ব্লুটুথ অপসনে যান। সেখানে ব্লুটুথ ইন্টারনেট নামে কোন অপশন পেলে অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন, যেটা দিয়ে আপনি মোবাইলে নেট ইউস করেন। এরপর Panu কানেকশনে ক্লিক করুন।
আমি nokia x3 ব্যবহার করিনি। তাই ব্লুটুথ ইন্টারনেট অপসন আদৌ ব্লুটুথ অপসনে আছে কিনা জানি না। ব্লুটুথ অপশনে না থাকলে settings>configuration এ থাকতে পারে। ইন্টারনেট কানেক্ট হয়েছে কিনা জানিয়েন।

    না ভাই, এরকম কোন অপশন পেলাম না।

ভাই, আপনি যদি মোবাইলে নেট ইউস করতে পারেন তবে উবুন্টুতেও হওয়ার কথা। মোবাইলে configuration ঠিক থাকলে কোন সমস্যা হওয়ার কথা না।

Level 0

এ আদনান ভাই পার্টির তারিখ টা একটু আগানো যায় না !
আশায় থাকলাম কিন্তু !

    পার্টির তারিখ ঘনিয়ে এসেছে। ধিরে ধিরে টেটি সমস্যা মুক্ত হচ্ছে এবং এখন খুব কমই সমস্যা রয়ে গেছে। তাই পার্টিও তাড়াতাড়ি হবে। কিন্তু পার্টি এনজয় করার জন্যযে এখানে আসতে হবে।

Level 0

এই আদনান ভাই আপনি কিন্তু অকারনে ঝামেলা বাড়াইতাসেন !
একটা মডেম নিলেই চুকে গেল ! (ভয় পাইছিলেন নাকি ?)

    নাহ উবুন্তুর নতুন ভার্ষন (ম্যাভারিক মির্কেট) আসার পর আরামেই আছি।