আসসালামু আলাইকুম । এটি আমার টেকটিউন্স এ প্রথম পোস্ট । ভুল হলে ক্ষমা করবেন । আমি গত কয় একদিন হল উবুন্তু ৯.১০ সেট আপ দিএয়াছি । আমি এর আগে কখন ও লিনাক্স এর কোনো সফট ব্যবহার করি নি । সেট আপ দেউয়ার পর কোনো কিছু ইন্সটল দিতে গেলে লেখা উঠে file formet not recognized । যে কোনো .exe ফাইল এর ক্ষেত্রে এই ঘটোনা ঘোটছে । এই কারোনে আমি কোনো সফট ওয়ার ইন্সটোল করতে পারছি না ।
যদি কারোর এর সমাধান জানা থাকে প্লি্জ় একটু হেল্প করবেন।
আমি রাশেদ আল হাসান ( রনি )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজে জানতে ভালবাসি, অপরকে জানাতে ভালবাসি
ভাইজান উবুন্তু তা exe ফাইল সাপোট করে না। উবুন্তু এর জন্য .deb .tar .bz2 .rpm এ সকল ফাইল চলে। exe ফাইল চালাতে wine নামে একটি সফট install করতে হবে। আর তাছাড়া ununtu softwer center থেকে সব সফট install করতে পারবেন।
নিচে দেখুন
http://i36.tinypic.com/13zsl04.jpg
[IMG]http://i36.tinypic.com/13zsl04.jpg[/IMG]
আরো সহায্য এর জন্য উবুন্তু ফোরাম এ ভিজিট করুন।