Help চাই : উবুন্তু ৯.১০ এ সফটওয়ার ইন্সটল

আসসালামু আলাইকুম । এটি আমার টেকটিউন্স এ প্রথম পোস্ট । ভুল হলে ক্ষমা করবেন । আমি গত কয় একদিন হল উবুন্তু ৯.১০ সেট আপ দিএয়াছি । আমি এর আগে কখন ও লিনাক্স এর কোনো সফট ব্যবহার করি নি । সেট আপ দেউয়ার পর কোনো কিছু ইন্সটল দিতে গেলে লেখা উঠে  file formet not recognized । যে কোনো   .exe ফাইল এর ক্ষেত্রে এই ঘটোনা ঘোটছে । এই কারোনে আমি কোনো সফট ওয়ার ইন্সটোল করতে পারছি না ।

ubuntu2

যদি কারোর এর সমাধান জানা থাকে প্লি্জ় একটু হেল্প করবেন।

Level 0

আমি রাশেদ আল হাসান ( রনি )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজে জানতে ভালবাসি, অপরকে জানাতে ভালবাসি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান উবুন্তু তা exe ফাইল সাপোট করে না। উবুন্তু এর জন্য .deb .tar .bz2 .rpm এ সকল ফাইল চলে। exe ফাইল চালাতে wine নামে একটি সফট install করতে হবে। আর তাছাড়া ununtu softwer center থেকে সব সফট install করতে পারবেন।
নিচে দেখুন
http://i36.tinypic.com/13zsl04.jpg
[IMG]http://i36.tinypic.com/13zsl04.jpg[/IMG]

আরো সহায্য এর জন্য উবুন্তু ফোরাম এ ভিজিট করুন।