সবাইকে সালাম ও শুভেচ্ছা। অভিজ্ঞ টেকি ভাইয়াদের দৃষ্টি আকর্ষন করছি। কেউ আমার রিভিউ জানলে অনুগ্রহ করে রেস্পন্স করলে উপকৃত হই।
সমস্যাটি হল: আমার বেশ কয়েকটি জিমেইল একাউন্ট আছে। মূলত মেইল ব্যবহার, গুগল ইউটিউব এবং ব্লগিং করছি সেখানে। কিন্তু প্রায় ২/৩ দিন পূর্বে সেখানের বেশ কিছু ফাইল রিমুভ হয়ে যায়। তার মধ্যে ৩ টি গুগলের ফাইল ছিল (Gmail Team) অর্থাত ১ ম যখন গুগলে একাউন্ট করা হয় তখন ডিফল্টভাবে ৩ টি ইমেইল থাকে। যাইহোক আমি উক্ত ৩ টি ফাইল রিমুভ হওয়ার কারনে বুঝতে পারছিনা, আমি কবে আমার ইমেইল একাউন্ট ক্রিয়েট করেছিলাম।
১। এমন কোন পদ্ধতি/টিপস কারোর জানা আছে কি যার মাধ্যমে জানতে পারব কবে জিমেইল একাউন্ট ক্রিয়েট করেছিলাম? আমার জিমেইলের তথ্য জানা অতি জরুরী!!
২। কোন মেইল মুছে গেলে/ডিলেট হয়ে গেলে সেটি ফিরিয়ে আনার কোন সিস্টেম আছে কি??
আমি আসলাম মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
mama inbox theke jody vul kore remove hoy, tahole apni Trash folder e dakhen,6month er vetor remove ho sob mail paiben